কেনিংটন ওভালে ওয়ানডেতে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের লজ্জার হার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছে ইংল্যান্ড। মূলত যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামির কাছে হেরেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছে। তাদের মধ্যে ছিল জেসন রয়, জো রুট, বেন স্টোকস ও লিভিংস্টোন। দীর্ঘ তিন বছর পর ওয়ানডে ম্যাচ একসাথে খেলতে নেমেছিল রয়, বেয়ারস্টো, রুট, স্টোকস, বাটলাররা। সর্বশেষ তারা ইংল্যান্ডের হয়ে একসাথে ওয়ানডে খেলেছিল ২০১৯ বিশ্বকাপের ফাইনালে। তবে তাদের এই প্রত্যাবর্তনটা হয়েছে দুঃস্বপ্নের মত।

যসপ্রীত বুমরাহর বোলিং তোপে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। বুমরাহ ৭.২ ওভার বল করে ১৯ রানের বিনিময় ৬ উইকেট পান। ১১০ রানের জবাবে ব্যাট করতে নেমে কোন উইকেট না হারিয়ে ১৮.৪ বলেই ম্যাচ জিতে যায় ভারত। ভারতের হয়ে রোহিত শর্মা করেন ৫৮ বলে ৭৬ রান।
১১০ রানের ইনিংসটি ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর। আর ১০ উইকেটের জয় তাও আবার ১৮৮ বল হাতে রেখে। এটি ছিল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ১০ উইকেটে জয়। নিজেদের মাঠে রয়, বেয়ারস্টো, রুট, স্টোকস, বাটলার, লিভিংস্টোন ও মঈন আলীদের নিয়ে গড়া শক্তিশালী ব্যাটিং লাইন আপের এমন অসহায় পরাজয় সত্যিই অবাক করার মত। যার পুরো কৃতিত্ব যাচ্ছে বুমরাহ ও সামির উপর।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে লর্ডসে অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।
প্রথম ওয়ানডের সংক্ষিপ্ত স্কোরকার্ড
ইংল্যান্ড ১১০/১০ (২৫.২)
বাটলার ৩০(৩২) , বুমরাহ ৬/১৯
ভারত ১১৪/০ (১৮.২)
রোহিত শর্মা ৭৬(৫৮) , শিখর ধাওয়ান ৩১(৫৬)
ভারতের ১০ উইকেটের বিশাল জয়।