‘আরআরআর’ ছবিটি সারা বিশ্বব্যাপী খুব ভালো ব্যবসা করেছে। এসএস রাজামৌলির এই ছবিটি বক্স অফিসে ভেঙেছে একের পর এক রেকর্ড। ট্রিপল আর ছবির মুক্তির আগেই রাজামৌলির ও তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ তাদের পরবর্তী ছবির চিত্রনাট্য নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন।
তাদের আগামী ছবিটি হতে চলেছে একশন-এডভেঞ্চার ধর্মী। আর সেই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে সাউথ সুপারস্টার মহেশ বাবুকে। শোনা গেছে সারা বিশ্বে ট্রিপল আর এর সফলতা ও জনপ্রিয়তা দেখে রাজামৌলি তার পরবর্তী ছবির পরিকল্পনা পরিবর্তন করেছেন।
রাজামৌলি ও তার বাবা যে স্ক্রিপ্টে কাজ করছেন তাদের মতে সারাবিশ্বের দর্শকদের কাছে এই ছবিটি অন্যরকম অবদান রাখবে। বেশ কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যেই তারা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন। রাজামৌলি এই ছবির জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক স্টুডিওর সাথে আলোচনা করেছেন।
এই ছবির প্রজেক্ট অনেক বড় হওয়ায় তারা অনেক সময় ব্যয় করবেন বলে দাবি করেন। আর এই ছবির জন্য মহেশ বাবুকে দুই বছরের বেশি সময় দিতে হবে বলে জানান। এ বছরের শেষ দিকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ছবিটি নিয়ে। আর ২০২৩ সাল থেকে শুটিং শুরু হবে বলে আশা করছেন তারা।