খুব সহজে বার্তা বিনিময় ও কল করতে পারায় হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলতে পারেন না। আজকে আমি আপনাদের সহজে দেখবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলতে পারে।
হোয়াটসঅ্যাপ একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার আপনার এন্ড্রয়েড ফোনে প্লে-ষ্টোর থেকে হোয়াটসঅ্যাপ নামক অ্যাপটি ইনষ্টল করতে হবে।
এরপর আপনাকে সেই অ্যাপে ক্লিক করে হোয়াটসঅ্যাপের ভেতর ঢোকতে হবে। তারপর নিচের ছবির মতো একটি পেজ আসবে। তারপর আপনাকে সেখানে Agree and Continue বাটনে ক্লিক করতে হবে।

তারপর পরের পেজে আপনার নাম্বার চাইবে। আপনি আপনার যেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে চান সেই নাম্বার টি বসিয়ে Next বাটনে ক্লিক করন।

তারপর আপনার কাছে কনফার্ম চাইবে। নাম্বার ঠিক থাকলে ok বাটনে ক্লিক করন। যদি নাম্বার ভুল থাকে তাহলে edit বাটনে ক্লিক করে নাম্বার পুনরায় ঠিক করতে পারবেন।

এরপর আপনি যেই নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটি কোড আসবে। সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিয়ে ওকে দিলেই কাজ শেষ। মাঝেমধ্যে কোড বসাতে হয় না কারন মেসেজ আসলে মোবাইল অটো কোড বসিয়ে নিয়ে কনফার্ম করে।

সবশেষে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য নাম দিতে হবে। নিচের দেখানো খালি জায়গায় নাম বসিয়ে Next বাটনে ক্লিক করলেই কাজ শেষ। আপনাকে আপনার আসল নাম ব্যবহার করতে হবে যেনো সকলে আপনাকে সহজেই চিনতে পারে।

ব্যাস আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আপনি চাইলেই এবার যেকারো সাথে মেসেজ কিংবা কলের মাধ্যমে কথা বলতে পারেন।