স্মার্টফোন তৈরির ব্র্যান্ড শাওমিকে তো বর্তমানে আমরা সকলেই চিনি তাই না। আমরা যারা স্মার্টফোনের ব্যবহার করি তারা সকলেই শাওমির সাথে পরিচিত। শাওমির কাছ থেকে আমরা ভিবিন্ন সময় অনেক ধরনের চমক দেখতে পাই গ্যাজেট তৈরির দিক থেকে। এবার শাওমি স্মার্টফোন তৈরির পাশাপাশি তৈরি করেছে সেন্সরযুক্ত সাইবারডগ।
এনভিডিয়ার জেটসন জাভিয়ার এআই প্ল্যাটফর্মে চলা কুকরের আদলে তৈরি করা এই সাইয়াবারডগটি। এই রোবটটিতে ব্যবহার করা হয়েছে স্পর্শনির্ভর ক্যামেরাযুক্ত ১২টি শক্তিশালী সেন্সর। যার ফলে এই সকল সেন্সরগুলো কাজে লাগিয়ে রোবটটি সয়ংক্রিয়ভাবে পথ চলতে পারে।
এই রোবটটিতে রয়েছে ১২৮ গিগাবাইট এসএসডি ধারনক্ষমতা
রিমোটের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রন করা যায়
মুখের কথার সাহায্যে বিভিন্ন কাজ করতে পারে
ব্যবহার করা হয়েছে কন্ঠস্বর শনাক্তকরন সেন্সর
কন্ঠস্বর সণাক্তকরণ সুবিধার ফলে মুখের কথায় অনেক কাজ করতে পারে
খুব শিঘ্রই এই রোবটটির অর্থাৎ সাইবারডগটির কার্যক্রম প্রদর্শন করা হবে ভারতের বিভিন্ন শহরে।
এই রোবটটি কিনতে গেলে আপনার খরচ হবে বাংলাদেশি টাকায় ১০,৯১,১৩৫ টাকা। এই রোবটটি আলি এক্সপ্রেস থেকে বর্তমানে কেনা যাচ্ছে।

