প্রতি বছর দেশে বহু সংখ্যক আটককৃত ও অবৈধ মটর সাইেকল নিলামে বিক্রি করা হয়। কিন্তু নিলামে কিনা বাইক রাস্তায় চালাতে প্রয়োজন হয় রেজিস্ট্রশনের। চলুন জেনে নেই কিভাবে নিলামে কিনা বাইক রেজিস্ট্রেশন করেবন।
নিলামে কিনা মটর সাইেকল বৈধ উপাএয় রেজিস্ট্রেশন করতে প্রথমে কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। কাগজগুলো হলো
- নিলামের জন্য প্রকাশিত সংবাদের পেপার কাটিং
- সিএস কপি
- সর্বোচ্চ দরপত্র গ্রহনের কপি
- বিক্রয় আদেশ এর কপি
- বিআরটিএ মোটরযান পরিদর্শক কর্তৃক সিসি নির্ধারণের সার্টিফিকেট।
- অকশনে কেনার টাকা জমার রসিদসমূহ।
- কাস্টমস অফিসারের মন্তব্যের লিখিত কপি
- কাস্টম অফিসারের ছাড়পত্র।
- কাস্টম ডেলিভারি অর্ডারের কপি
- কাস্টম ডেলিভারি মেমো
- কাস্টম ডেলিভারি ইনভয়েস
- ক্রেতার অঙ্গীকারনামা
- বিক্রেতার ১৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্পে এফিডেভিট
- ক্রেতার ১৫০ টাকা মূল্যমানের স্ট্যাম্পে এফিডেভিট
- টিও, টিটিও, বিক্রয় রশিদ
- টিন সার্টিফিকেট
- মোটরযান পরিদর্শক এর গাড়ি পরিদর্শন এবং তার স্বাক্ষর
- ফরম পূরণ
- পরিচালক (ইঞ্জি) বিআরটিএর স্বাক্ষরসহ অনুমোদন পত্র
উপরিউক্ত কাগজপত্র নিয়ে বিআরটিএ রেজিস্ট্রেশন অফিসে আবেদন করার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।