ভারতের সাথে পঞ্চম টেস্ট খেলার আগে নিউজিল্যান্ডকে ৩ ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ইংলিশরা। প্রথম ম্যাচে ২৯৬ রান তাড়া করে ৭ উইকেটে জয়। দ্বিতীয় ম্যাচেও ২৯৯ রান তাড়া করে ৫ উইকেটে জয়। শেষ ম্যাচে ২৭৭ রান তাড়া করে ৫ উইকেটে জয়। প্রতিটি ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ইংলিশরা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে।
অন্যদিকে ভারত তাদের সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে তারা তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে আফ্রিকার বিপক্ষে সিলি হেরেছিল। দুটি ম্যাচে ভারত ২১২ ও ২৪০ রানের টার্গেট দিয়েছিল, যা সহজে আফ্রিকা চেজ করে জিতে।
ইংল্যান্ডের যেকোনো রান তাড়া করে জয় আর ভারতের রান ডিফেন্ড করতে না পারা। এই ধারাবাহিকতায় এজবাস্টনে ভারতের বিপক্ষে ৫ম টেস্টে ইংল্যান্ডের অসাধারণ টেস্ট জয়।
ভারত ইংল্যান্ডকে ৩৭৮ রানের টার্গেট দেয়। জো রুট আর জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে খুব সহজেই এই রান তাড়া করে জেতা যায় ইংল্যান্ড। আর এটি ছিল ইংলিশদের নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। অন্যদিকে লজ্জার রেকর্ড করেছে ভারত এত বেশি রান টার্গেট দিয়ে কখনো কোন ম্যাচ হারেনি তার।
ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড দলের কোচ হওয়ার পর থেকে তাদের টেস্ট খেলার ধরন পাল্টে গেছে। আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে প্রতিপক্ষ দলকে নাজেহাল করছে ইংলিশ ব্যাটাররা। জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকসরা টেস্ট ম্যাচে ওয়ানডে ও t20 এর মতো ব্যাটিং করে চলছে নিয়মিত। আর বোলিং লাইনে তো অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড আছেই।
সংক্ষিপ্ত স্কোর বোর্ড
ভারতের ১ম ইনিংস ৪১৬/১০ (ওভার ৮৪.৫)
রিশাব পান্ত ১৪৬(১১১) , জেমস অ্যান্ডারসন ৫/৬০
ইংল্যান্ডের ১ম ইনিংস ২৮৪/১০ (ওভার ৬১.৩)
জনি বেয়ারস্টো ১০৬(১৪০) , মোহাম্মদ সিরাজ ৪/৬৬
ভারতের ২য় ইনিংস ২৪৫/১০ (ওভার ৮১.৫)
পুজারা ৬৬(১৬৮) , বেন স্টোকস ৪/৩৩
ইংল্যান্ডের ২য় ইনিংস ৩৭৮/৩ (ওভার ৭৬.৪)
জো রুট ১৪২(১৭৩) , ভোমরা ২/৭৪
ইংল্যান্ডের ৭ উইকেটে জয়
দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন জনি বেয়ারস্টো।