বর্তমানে আমরা আমাদের সুবিধার জন্য কত কিছুই না করে থাকি। যেদিকে আমরা একটু বেশি সুবিধা দেখতে পাই সেই দিকেই আমরা ধাবিত হয়।
তেমনি আমাদের ব্যবহারকৃত হোয়াটসঅ্যাপের বেশ কিছু সুবিধা রয়েছে। যার ফলে আমরা আমাদের প্রয়োজনে হোয়াটস্যাপ ব্যবহার করে থাকি। তবে হোয়াটসঅ্যাপের কিছু সুবিধা রয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই জানিনা। এই সকল সুবিধাকে কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজিং কে আরও স্বাচ্ছন্দে ব্যবহার করা যায়।
আজকে আমরা হোয়াটসঅ্যাপ এর তিনটি সুবিধা নিয়ে কথা বলবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
লেখার ফরম্যাট পরিবর্তন
হোয়াটসঅ্যাপে আপনাকে কোন শব্দ বোল্ড করার জন্য একটি ট্রিকস ব্যবহার করতে হবে। এই ট্রিকস ব্যবহার বার্তা বিনিময়ের সময় চাইলে সহজেই লেখাকে বোল্ড, ইতালিক বা স্ট্রাইক করা যায়। যেমন আপনাকে কোন লেখা বোল্ড করতে হলে সেই নির্দিষ্ট লেখার আগে এবং পরে কোন স্পেস ছাড়া * লিখতে হবে।
উদাহরনঃ স্কুল লেখাকে বোল্ড করতে চাইলে *স্কুল* লিখতে হবে। তখন আপনি দেখবেন আপনার লিখাটি (স্কুল) এমন বোল্ড হয়ে গেছে।
আবার আপনার নির্দিষ্ট কোন লেখাটিকে ইতালিক বা বাঁকা করে লেখার জন্য আপনাকে সেই নির্দিষ্ট লেখার আগে এবং পরে _ (আন্ডারস্কোর) লিখতে হবে। তবে ভুলবশত হাইফেন (-) ব্যবহার করলে লেখাটি ইটালিক হবে না।
উদাহরনঃ School লেখাকে বোল্ড করতে চাইলে _School_ লিখতে হবে। তখন আপনি দেখবেন আপনার লিখাটি (School) এমন ইটালিক বা বাকা হয়ে গেছে।
কোন লেখা স্ট্রাইক করতে হলে সেই নির্দিষ্ট লেখার আগে এবং পরে কোন স্পেস ছাড়া ~স্কুল~ লিখতে হবে।
উদাহরনঃ School লেখাকে স্ট্রাইক করতে চাইলে ~School~ লিখতে হবে। তখন আপনি দেখবেন আপনার লিখাটি (School) এমন স্ট্রাইক হয়ে গেছে।
অবস্থানের তথ্য বিনিময়
অনেক সময় দেখা যায় কোন মানুষকে নিজের অবস্থানের ঠিকানা পাঠালেও তারা ঠিকমতো রাস্তা চিনতে পারে না। তবে হোয়াটসঅ্যাপে চাইলে নির্দিষ্ট সময়ের জন্যও লাইভ অবস্থান এর তথ্য বিনিময় করা সম্ভব।
আইফোন বা এন্ড্রয়েড থেকে নিজের অবস্থানের লাইভ তথ্য পাঠানোর জন্য সর্বপ্রথম নির্দিষ্ট ব্যক্তির চ্যাট উইন্ডোতে ক্লিক করতে হবে। এবার বার্তা লেখার জন্য নিচের বক্সে থাকা ডানপাশের এটাচমেন্ট (attachment) আইকনে ক্লিক করে লোকেশন অপশন নির্বাচন করলেই অবস্থানের তথ্য বিনিময়ের অনুমতি চাইবে।
তারপর সেখান থেকে শেয়ার লাইভ লোকেশন (Share live location) এই অপশনটিতে ক্লিক করলেই চালু হয়ে যাবে।

নির্দিষ্ট বার্তা অনুসন্ধান
হোয়াটসঅ্যাপে আমার কতদিন কতই না মেসেজ করে থাকি। কিন্তু সেখান থেকে নির্দিষ্ট কোন শব্দ খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে এখন থেকে আপনি যে নির্দিষ্ট মেসেজটি খুঁজতে চাচ্ছেন সেটা লিখলেই সহজে পেয়ে যাবেন।
এর জন্য আপনাকে প্রথমে সেই ব্যক্তির চ্যাট (chat) পেজে যেইয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে। সেখানে থাকা সার্চ অপশন থেকে আপনার কাঙ্খিত মেসেজ লিখলেই যতগুলো মেসেজ আছে সবগুলো চলে আসবে।
ধরুন আপনি জন্মদিন লিখে সার্চ করলেন তাহলে জন্মদিন লেখা যতগুলো মেসেজ আছে সব গুলো একত্রে শো করবে আপনার সামনে। আপনি সেখান থেকে আপনার সেই সার্চ করা মেসেজটি সহজে দেখতে পারেন।
