সাউথ ইন্ডিয়ার বর্তমান সময়ের অন্যতম আলোচিত এবং সুপারহিট নায়িকা রাশমিকা মান্দানা। তিনি ইতিমধ্যে ভারতের জাতীয় ক্রাশ এর তকমা পেয়েছেন। খুব শীঘ্রই তাকে বলিউডে দেখতে পাবেন দর্শকরা।
গত কয়েক বছর ধরে দক্ষিণ ভারতের তেলেগু সিনেমা দুনিয়ায় অন্যতম সফল নায়িকা তিনি। রাশমিকা মান্দানা উত্তর ভারত বা বলিউডে অভিষেকের অপেক্ষায়। মিশন মজনু সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে এই দক্ষিণী রূপসীর। এ ছবি ছাড়াও আরও দুটি ছবিতে তাকে দেখা যাবে।
সাউথ ইন্ডিয়ার মত হিন্দি সিনেমায়ও তিনি অভিনয় দিয়ে সিনেমা প্রেমিদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিতে চান। বলিউড অভিষেক প্রসঙ্গে তিনি বলেন আমি খুব খুশি আবার অন্যদিকে টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন ভারতের প্রতিটা রাজ্যে আলাদা, সংস্কৃতিও আলাদা তাই দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা বিভিন্ন ধরনের হয়ে থাকে।

রাশমিকা বলেন দর্শকরা আমাকে কিভাবে গ্রহণ করবে ও কতটা আপন করে নিবেন সেই বিষয় নিয়ে কৌতুহল হচ্ছে। তিনি আশা করেন যে তামিল, কন্নড় ছবির মত হিন্দি সিনেমাতেও নিজেকে উজাড় করে দিবেন। তবে এটাকে তিনি চাবি হিসাবে নিতে চাইছেন না। অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন বলে আশাবাদী।
মিশন মজনু ছবি দিয়ে ২০২২ সালে হিন্দি সিনেমায় অভিষেক হচ্ছে রাশমিকা মান্দানা। মিশন মজনু ছাড়াও রাশমিকা অ্যানিমেল এবং গুডবাই ছবি দুটিতে কাজ করবেন। মিশন মজনু তে নায়ক হিসাবে থাকবেন সিদ্ধার্থ মালহোত্রা। অ্যানিমেল ছবিতে রাশমিকা ছাড়াও আরও রয়েছেন রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওয়াল, পরিণীতি চোপড়া।