সম্ভবত বাড়তে যাচ্ছে মোবাইল ইন্টারনেটের দাম। কারণ এতদিন ৫% হারে ভ্যাট দিয়ে আসছিল মোবাইল অপারেটরগুলো ইন্টারনেট সেবার বিপরীতে, গত ১ জুলাই হতে সেটি ১৫% আদায় করছে। যার ফলে এতে করে গ্রাহকদের ৬-৮ শতাংশ বেশি দামে ইন্টারনেট কিনতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) গত ৩০ জুন চিঠিতে এ বিষয়টি জানিয়েছে মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটব (অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ)।
জানা যায় যে, মোবাইল অপারেটরগুলো বর্তমানে ৫ শতাংশ ভ্যাট দিচ্ছে। কিন্তু রেয়াত গ্রহণ করতে পারছে না অপারেটরগুলো এ ভ্যাটের বিপরীতে। যার ফলে ১৫ শতাংশ ভ্যাট দিলে সুযোগ তৈরি হবে রেয়াত গ্রহণের। তাই অপারেটরগুলো ১৫ শতাংশ ভ্যাট দিতে চাচ্ছে। তবে এর ফলে অপারেটরগুলোর সুবিধা হলেও ক্ষতিগ্রস্ত হবেন গ্রাহকরা। কারণ ইন্টারনেট কেনার সময় তাদের ১০ শতাংশ বেশি ভ্যাট দিতে হবে।
উক্ত বিষয়ে রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, গত এক বছর ধরে অপারেটরগুলো ৫ শতাংশ ভ্যাট দিয়েছে। তবে হ্রাসকৃত হার হওয়ায় এই ভ্যাট সমন্বয় করা যায়নি। যার ফলে ১৭ শতাংশ কার্যকরী ভ্যাট হার গিয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষে আদর্শ হারে ভ্যাট আদায়ের জন্য সব অপারেটরের ইন্টারনেট প্যাকেজের উপরে ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তিনি জানান ইন্টারনেটের দাম ৬-৮ শতাংশ বাড়তে পারে।