সৌদি আরব হজ কর্তৃপক্ষ প্রতিবছর হজের খুতবা লাইভ সম্প্রচার করে থাকেন। কিন্তু আসল বিষয় হচ্ছে হজের খুতবার ভাষা হল আরবি। আরবি ভাষায় অনেকে বুঝতে পারেনা। তাই লাইভ সম্প্রচার করার সময় হজ কর্তৃপক্ষ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় হজের খুতবা সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এ সিদ্ধান্ত কার্যকর হয় অনেক আগেই এবং গতবছর দশটার মত ভাষায় হজের খুতবা ট্রান্সলেট করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। আরো নতুন চারটি ভাষা যোগ করা হয়েছে।
২০২২ সালের হজে প্রায় ১৪ টির মতো ভাষায় হজের খুতবা লাইভ ট্রান্সলেট করে সরাসরি সম্প্রচার করা হবে।
কিন্তু আপনি হজের খুতবা লাইভ কীভাবে শুনবেন। অন্যান্য সকল ওয়েবসাইটগুলো হজের খুতবা লাইভ কিভাবে খুজে পাবেন তা নিয়ে কোনো আলোচনা করেন নাই। শুধুমাত্র এবার কয়টি ভাষায় হজের খুতবা ট্রান্সলেট করা হবে তাই নিয়ে আলোচনা করা হয়েছে অন্যান্য ওয়েবসাইটে।
হজের খুতবা লাইভ যেভাবে শুনবেন
হজের খুতবা লাইভ শোনার জন্য প্রথমে আপনাকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। হজের খুতবা লাইভ
তবে এখন থেকে আপনি হজ সম্প্রচার সম্পূর্ন লাইভ দেখতে পারবেন ঘরে বসে। মক্কা-মদিনা এবং আল-আকসা থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
আপনি এখান থেকে যেকোন একটি লাইভ সম্প্রচার সিলেক্ট করে দেখা শুরু করে দিতে পারেন।

বাংলা ভাষায় হজের খুতবা শোনার জন্য আপনাকে মক্কা টিভি লাইভ লিংকে প্রবেশ করতে হবে এবং এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করতে হবে।
যদিও এখন বাংলা ভাষাটি যুক্ত করা হয়নি এখনো কিন্তু কয়েকদিনের ভিতরে বাংলা ভাষা যুক্ত করে দেয়া হবে।

আশা করি আপনি এখন ঘরে বসেই বাংলা ভাষাতে হজের খুতবা শুনতে পারবেন। তারপরেও যদি এখান থেকে শুনতে সমস্যা হয় তাহলে হয়তো তারা অন্য কোন জায়গাতে সম্প্রচার করবে।
হজ কর্তৃপক্ষ যে জায়গাতে সম্প্রচার করুক না কেন আমরা হজের খুতবা লাইভ সম্প্রচার বাংলা ভাষাতে কিভাবে দেখা যায় তা আপডেট করে দিব।