বর্তমানে প্রায় প্রতিটি কাজের সাথে আমাদের জিমেইল যুক্ত হয়ে আছে। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয়। তাই অনেক মানুষ জিমেইল ব্যবহার করলেও অনেকের জানা থাকে না কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়।
- আরও পড়ুন, কম্পিউটারে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করুন
অনেকে কম্পিউটারে বা ল্যাপটপে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারলেও মোবাইলে কিভাবে জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তা জানে না। তাই মোবাইলে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করার নিয়ম আজকে আপনাদের দেখাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
মোবাইলে যেভাবে চেঞ্জ করবেন
প্রথমে আপনাকে আপনার মোবাইলের জিমেইল অ্যাপ টিতে প্রবেশ করন।

এরপর ছবির মতো ডান পাশে কর্নারে থাকা প্রোফাইলে ক্লিক করতে হবে।

Manage your google account এখানে ক্লিক করন।

এবার ডানে থাকা Personal info তে ক্লিক করন।

এরপর নিচে স্ক্রল করতে থাকুন। তারপর Password লেখা তে ক্লিক করন।

কনফার্ম হওয়ার জন্য আপনার কাছে জিমেইলের বর্তমান পাসওয়ার্ড টি চাইবে। সেটা বসিয়ে নক্সটে ক্লিক করন।

এবার আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে কনফার্ম করে Change Passwork এ ক্লিক করলেই ব্যাস কাজ শেষ। হয়ে গেলো আপনার জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করা।

তাহলে আজকের মতো এখানেই, ভালো থাকুন ও সুস্থ থাকুন।