৮ জুন, ২০২২ প্রকাশিত হয়েছে ‘হাওয়া’ মুভির পোস্টার ও ট্রেলার। মুভিটির পরিচালক মেজবাউর রহমান সুমন। এই মুভিটি ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক। মুভিটি কবে মুক্তি দেওয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। তবে জানা গেছে খুব শীঘ্রই মুভিটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
‘হাওয়া’ মুভির পোস্টার ও ট্রেলার দেখার পর সিনেমাপ্রেমীরা অনেকেই প্রশংসা করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। এই মুভিটি পানি কেন্দ্রিক মিথ নিয়ে নির্মাণ করা হয়েছে। সাগরের গভীর জলে জেলেদের মাছ ধরার ট্রলার কে কেন্দ্র করে এই মুভির গল্প। এর শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। করোনার জন্য মাঝখান দিয়ে দু’বছর বিরতির পরে এবছর ছবিটি সম্পন্ন হয়।
Hawa-হাওয়া | Official Trailer
এই মুভিতে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি ছাড়াও এই মুভিতে আরও রয়েছেন নাফিজা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মন্ডল, নাসির উদ্দিন খান, রিজভী প্রমুখ।