সকল অ্যাপস ফ্রি সার্ভিস এর পাশাপাশি তাদের প্রিমিয়াম সার্ভিস রাখেন যাতে আরো বেশি সুবিধা দিতে পারেন গ্রাহকদের। মাসিক একটা নির্দিষ্ট ফি নিয়ে আরো অন্য কিছু এক্সক্লুসিভ এক্সট্রা সুবিধা উপভোগ করার জন্য প্রিমিয়াম সার্ভিস দরকার হয়।
টেলিগ্রাম প্রিমিয়াম সার্ভিসে গ্রাহকগণ আরো বেশি সুবিধা উপভোগ করতে পারবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপ এর পাশাপাশি টেলিগ্রাম ইউজ করেন তাহলে টেলিগ্রাম এর সুবিধা গুলো দেখতে পাবেন। এখানে আরো বেশি ফিচারস যুক্ত করা আছে হোয়াটসঅ্যাপ থেকে।
তাছাড়া টেলিগ্রাম ব্যবহারকারীরা আরো বেশি ফিচারস যুক্ত করার জন্য অনুরোধ করে আসছিলেন। টেলিগ্রাম প্রিমিয়াম সার্ভিসে এসকল ফিচারস গুলো যুক্ত করা হয়েছে।
টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন কত
টেলিগ্রাম প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্লানের মূল্য ধরা হয়েছে ৪.৯৯ ডলার। টেলিগ্রাম এর নতুন আপডেট ভার্সন ৮.৮ আপডেট করার মাধ্যমে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অপশন পাবেন। প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেয়ার জন্য আপনাকে সেটিংস থেকে টেলিগ্রাম প্রিমিয়াম অপশনে যেতে হবে।
যদি আপনি টেলিগ্রাম প্রিমিয়াম ব্যবহার করতে চান তাহলে উপরের নিয়ম অনুসরণ করে সাবস্ক্রিপশন প্লানটি নিয়ে নিন।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্লানে কি কি ফিচার যুক্ত করা হয়েছে
বিজ্ঞাপন দেখাবে না
ফ্রি প্লানে টেলিগ্রাম স্পন্সর এড দেখায়। যদিও বাংলাদেশে এই বিষয়টি খেয়াল করিনি কিন্তু উন্নত বা বড় বড় দেশে পাবলিক টেলিগ্রামে এ ধরনের বিজ্ঞাপন দেখানো হয়।
বিজ্ঞাপন না দেখালে টেলিগ্রাম অ্যাপস বা শুধুমাত্র টেলিগ্রাম অন্যান্য যে কোন অ্যাপস বা ওয়েবসাইট চালাতে যে ধরনের খরচ হয় তা বহন করবে কিভাবে। সার্ভার করস মেইনটেনেন্স খরচ ইত্যাদি মূলত এসব স্পন্সর বিজ্ঞাপন দেখানোর মাধ্যমেই আসে।
যদি আপনি এই টেলিগ্রামের প্রিমিয়াম সেবাটি ব্যবহার করেন তাহলে আপনাকে আর এড দেখতে হবে না।
বড় সাইজের ফাইল আপলোড করার সুবিধা
টেলিগ্রামে এর আগে ফ্রি ভার্সনে ব্যবহারকারীগণ সর্বোচ্চ ২জিবি সাইজের ফাইল পাঠাতে পারতেন। যদি আপনার এর থেকেও বেশি বড় সাইজের ফাইল পাঠানো দরকার হয় তাহলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে।
টেলিগ্রাম প্রিমিয়াম সার্ভিসে আপনি ৪ জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন এবং আপনার পাঠানো ৪ জিবি পর্যন্ত ফাইল যেকোনো ফ্রী টেলিগ্রাম ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড স্পিড
প্রিমিয়াম টেলিগ্রাম ব্যবহারকারীগণ টেলিগ্রাম এর যে কোন মিডিয়া ফাইল সবচেয়ে বেশি স্পিড নিয়ে ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিড এর সর্বোচ্চ স্পিড ব্যবহার হবে।
অতিরিক্ত লিমিট ব্যবহার করতে পারবেন
ফ্রি সার্ভিস থেকে প্রিমিয়াম সার্ভিসে আপনি অনেকগুলো অতিরিক্ত পরিমাণের লিমিট পাবেন যা খুব সহজে ব্যবহার করতে পারবেন। যেমন নিজেকে কিছু লিমিট দেওয়া হল
1000 পর্যন্ত চ্যানেল ফলো করা যাবে
কমপক্ষে 20 টি চ্যাটিং ফোল্ডার তৈরি করা যাবে
প্রতিটি চ্যাটিং ফোল্ডারে 200 টি পর্যন্ত চ্যাট অ্যাড করা যাবে
এবং আপনার প্রথম লিস্ট দশটি পর্যন্ত চ্যাট পিন করে রাখতে পারবেন
এবং কমপক্ষে 10 টি স্টিকার ফেভারিট করে রাখতে পারবেন
প্রিমিয়াম সার্ভিসে আরো অনেক অতিরিক্ত পরিমাণে বর্ধিত লিমিট ব্যবহার করা যায়। যেমনঃ
লম্বা পরিমাণে বায়ো লিখতে পারবেন
বায়োতে আপনার ওয়েবসাইটের লিংক যোগ করতে পারবেন
বেশি পরিমাণে ক্যারেক্টার অ্যাড করা যাবে ক্যাপশনে
GIF সংরক্ষণ করতে পারবেন 400টি পর্যন্ত
এছাড়া আরো অনেক নতুন ফিচার রয়েছে যেগুলো আপনি প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করলে দেখতে পাবেন।
ভয়েস মেসেজ টেক্সটে পরিবর্তন
আগার অনেকসময় দেখা যায় যে ভয়েস মেসেজ সবার সামনে আমরা শুনতে পারি না। ক্ষেত্রে আপনি চাইলেই প্রিমে লেন্স ব্যবহার করে ভয়েস মেসেজ টেক্সট মেসেজে পরিণত করতে পারবেন। সম্পূর্ণ মেসেজটি ভয়েস থেকে কনভার্ট করে টেক্সট এ পরিণত হবে।
প্রিমিয়াম ব্যবহারকারীগণ ব্যাজ পাবেন
আপনি প্রিমিয়াম ব্যবহারকারী হলে স্পেশাল ব্যাজ পাবেন যা আপনার চেকলিস্ট এর পাশে দেখা হবে। এবং গ্রুপ মেম্বার লিষ্টের পাশেও আপনার ব্যাজ দেখানো হবে। কারণ আপনি যে প্রিমিয়াম ব্যবহারকারী তার একটি আলাদা পরিচয় রয়েছে এজন্যই স্পেশাল ব্যাজের মাধ্যমে আপনাকে আলাদাভাবে স্পেশাল পরিচয় প্রদান করা হবে।
প্রোফাইল পিকচার অ্যানিমেটেড সুবিধা
প্রিমিয়াম ইউজার দের জন্য চ্যাট লিস্ট এবং প্রোফাইলে এনিমেটেড প্রফাইল পিকচার ব্যবহার করার সুবিধা দেওয়া হবে। এই এনিমেটেড প্রোফাইল পিকচার আপনি আপনার সকল ফ্রেন্ডসদের দেখাতে পারবেন।
আরো অনেক ধরনের সুবিধা রয়েছে যা আসলে ব্যবহার না করলে সঠিকভাবে বুঝতে পারবেন না। উপরে উল্লেখিত যে কয়টি সুবিধা উল্লেখ করা হয়েছে আমাদের বেশির ভাগ সময়ে এই ধরনের দরকারী কিছু সুবিধা দরকার হয়।
যে সুবিধাগুলো উল্লেখ করা হয়নি অসুবিধাগুলো তেমন একটা দরকার হয় না। আসলে প্রিমিয়াম ব্যবহারকারী হিসেবে আপনাকে তো আলাদা প্রায়োরিটি দেয়া হবে এটাতো স্বাভাবিক।