এবার ভাষা জটিলতা সমস্যার সমাধান দেবে ‘নিউইয়েস স্ক্যান রিডার পেন থ্রি’(NEWYES Scan Reader Pen 3)
আমরা অনেক সময় কোনো কাজের ক্ষেত্রে হোক কিংবা ভ্রমনের জন্যই হোক অনেক দেশে যেয়ে থাকি। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে সবথেকে বড় জটিলতায় পড়তে হয় ভাষার ক্ষেত্রে।
আমরা যখন বিদেশে যাই তখন আমরা সেখানকার মানুষদের ভাষা বুঝতে পারি না কিংবা কোন বই পড়তে পারি না। আমরা প্রায় অনেক মানুষ ইংরেজিতে কম বেশি দক্ষ হলেও ফরাসি, জার্মান, স্প্যানিশ, চিনা, পর্তুগিজ ইত্যাদি ভাষা বুঝতে অনেক সমস্যা হয়।
তবে ‘নিউইয়েস স্ক্যান রিডার পেন থ্রি’ নামের একটি কলম রয়েছে। যা আপনার ভাষা জটিলতার মত সমস্যা দূরীকরণে অনেক সহায়তা করবে। কারণ কলমটি লেখার উপর ধরলে আপনার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে পড়ে শোনাতে পারে।

আবার এর মাধ্যমে সরাসরি মুখের ভাষা অনুবাদ করা সম্ভব এবং এটি শোনাতে পারে। ফলে এই কলমটি ব্যবহার করার মাধ্যমে সহজেই আপনি মনের ভাষা প্রকাশ করে কথা বলতে পারছেন। কলমটি ব্যবহার করে আপনি পথচারীদের কথা অনুবাদ করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন।
এই কলমটি প্রতি মিনিটে প্রায় ৫০০ শব্দ অনুবাদ করে শোনাতে সক্ষম। এই কলমটিতে রয়েছে বাংলাসহ ১১২ ভাষার শব্দ ও কথা অনুবাদ করার সক্ষমতা। স্ক্যান রিডার পেন থ্রি নামক কলমটি ৯৮ শতাংশ পর্যন্ত সঠিক অনুবাদ করতে পারায় সহজেই বাইরের দেশে যে কোন বই পড়ার পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী মানুষদের সাথে কথা বলা সম্ভব।
তবে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনি চাইলে কলমটির মাধ্যমে এমপিথ্রি ফরম্যাটের গান শুনতেও পারবেন। এটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে ১৯৯ মার্কিন ডলার অর্থাৎ যা বাংলাদেশী টাকায় ১৮ হাজার ৫৯৭ টাকা।