ঈদে আসছে মাহফুজুর রহমানের নতুন গান। বাংলাদশের অন্যতম জনপ্রিয় গায়ক ডঃ মাহফুজুর রহমান। পাশাপাশি বেসরকারি স্যাটেলািইট টেলিভিশন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান তিনি।
প্রতি ঈদেই নতুন নতুন গানের অ্যালবাম বের করেন তিনি। যা দর্শকদের মাঝে পায় জনপ্রিয়তা এবং বাড়তে থাকে ভক্তের সংখ্যা। ঈদে তার গান না হলে যেনো ঈদের আনন্দ পূর্ণতা পায়না। তাই দর্শকদের কথা মাথায় রেখেই নতুন গান নিয়ে আসছেন তিনি।
ঈদের দিন রাতেই তার গানের অ্যালবাম মুুক্তি পাবে বলে জানান তিনি। তার নিজস্ব চ্যানেল এটিএন বাংলা এই সংগিতানুষ্ঠান প্রচার করবে। গানের রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ হলেও এখনও অনুষ্ঠানের নাম চুরান্ত হয়নি।