বর্তমানে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে টিকটক খুবই জনপ্রিয়। ছোট আকারের ভিডিও সহজেই তৈরি করার কারণে তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় এই টিকটক। অ্যাপ থেকে ভিডিও করার মাধ্যমে অনেকে তারকাও হয়ে গেছেন। তবে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা না থাকার অভিযোগে গুগল ও অ্যাপেল কে চিঠি পাঠিয়েছে তাদের প্লেষ্টোর ও অ্যাপ স্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনার ব্রেন্ড্যান কার।
৮ জুলাইয়ের মধ্যে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এবং অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুককে লেখা চিঠিতে প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার জন্য বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মুছে না ফেললে তার কারন জানাতে হবে গুগল ও অ্যাপেলকে।
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি টিকটকের বিরুদ্ধে গোপনে ব্যবহারকারীদের সংবিধানের বিভিন্ন তথ্য সংগ্রহের অভিযোগ রয়েছে বলে জানান। সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, টিকটকের চিনদেশের কর্মীরা সহজেই যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য দেখতে পারে যার ফলে ব্রেন্ড্যান কারের আপত্তি এখানেই।
তার দাবি বিষয়টি হতে পারে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকিস্বরূপ। তাই ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত ও নিরাপত্তায় রাখার জন্য প্লে-স্টোর ও অ্যাপস্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলতে হবে। টিকটক, গুগোল এবং অ্যাপেল এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ওয়েবসাইট বাজফিডনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকের ৮০ টি অভ্যন্তরীণ বৈঠকের অডিও পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি চিনা কর্মীরা বারবার যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করছে।
ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের সামরিক সংস্থায় টিকটক ব্যবহার করা নিষিদ্ধ। যার ফলে প্লেস্টোর এবং অ্যাপস্টোর থেকে টিকটক অ্যাপ মুছে ফেলতে চান ব্রেন্ড্যান কার। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের নিজেদের স্মার্টফোন থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার অনুরোধ করেছেন তিনি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা স্বার্থে।