মিশন এক্সট্রিম সিনেমা দ্বিতীয় পর্ব আসছে খুব শিগগিরই। দ্বিতীয় পর্বটির নামকরণ করা হয়েছে ‘ব্লাক ওয়ার’। বুধবার সন্ধ্যায় এই মুভির ফাস্ট লুক পোস্টার প্রকাশ পেল। ইতিমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে।
এই মুভির পোস্টারটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। মুভিতে দুর্দান্ত একশন দেখা যেতে পারে। যা দর্শকদের এই মুভি নিয়ে আগ্রহ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন।
পোস্টারে আরিফিন শুভর সাথে দেখা গেছে সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্তকে। তারা তিনজনই বন্দুক তাক করে আছেন শত্রুর দিকে। Black War বা কালো যুদ্ধ নামের সঙ্গে মিল রেখে পোস্টারটি তৈরি করা হয়েছে। আর পোস্টার ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

মুভিটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে মুক্তির তারিখ পেছানো হয়। এখন পর্যন্ত মুভি মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ছবিটির প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন ছবিটি চলতি বছরই মুক্তি পাবে। তিনি আরও বলেন ছবিটি দেখার জন্য ভক্তদের বেশিদিন অপেক্ষা করতে হবে না।
কাপ ক্রিয়েশণ প্রযোজিত মিশন এক্সট্রিম ছবি দুটি পর্বই সানী সানোয়ারের সাথে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। আর ফয়সাল আহমেদ বলেন প্রথম মুভির সাফল্যের পর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হচ্ছে এটা খুবই আনন্দের বিষয়। খুব তাড়াতাড়ি আমরা মুভির মুক্তির তারিখ ঘোষণা করব।
মিশন এক্সট্রিম পর্বের গল্পের সমাপ্তি ঘটবে ব্ল্যাক ওয়ার মুভিতে। আর মুভি দুটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। এই মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন- তাসকিন আহমেদ, সাদিয়া নাবিলা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শতাব্দি ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, সৈয়দ আরেফ, সুদীপ বিশ্বাস, দিপু ইমাম, রাশেদ খান অপু, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।