অবশেষে গুগোল ড্রাইভ তাদের একটি নতুন বড় আপডেট নিয়ে এসেছে। তারা তাদের নতুন আপডেটে কাট, কপি এবং পেস্ট ফিচার যুক্ত করেছে। যার ফলে এখন থেকে কিবোর্ডের কমান্ড এর মাধ্যমে এসকল ফিচার গুলো ব্যবহার করা সম্ভব।
গুগল ক্রোম ব্যবহারকারীরা এই নতুন ফিচারটির সুবিধা উপভোগ করতে পারবেন। আমরা সাধারণত যেভাবে কাট, কপি ও পেস্ট করে থাকি সেভাবেই ড্রাইভের ব্যবহারকারীরা বর্তমানে কন্ট্রোল কমান্ড ও কি এর সাথে সি (C), এক্স (X), এবং ভি (V) বাটন চাপার মাধ্যমে কপি, কাট ও পেস্ট করার মাধ্যমে তাদের ফাইল স্থানান্তর করতে পারবে। ৪ জুন থেকে এই ফিচারটি সবার জন্য উন্মুক্ত হয়েছে এবং এটি ব্যবহার করা যাচ্ছ।
গুগোল সবচেয়ে প্রয়োজনীয় ফিচারটি যুক্ত করার ক্ষেত্রে পিছিয়ে থাকলেও সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানায়, উক্ত এই ফিচারটি পরিপূর্ণভাবে কার্যকর থাকবে। ফিচারটি যুক্ত করা হবে বেসিক শর্টকাটে, তবে অন্যান্য ট্যাবেও এটি কাজ করবে।
যদি কোন ব্যবহারকারী ড্রাইভের কোন ফাইল কপি করেন এবং ইমেইল বা গুগল ডকে সেটি পেস্ট করতে চান তাহলে সেখানে ফাইলে শিরোনাম ও লিংক যুক্ত হয়ে যাবে। তবে গুগল ড্রাইভের স্টোরেজে একটি ফাইলে দুটি সংস্করণ রাখতে না চাইলে ব্যবহারকারীরা সহজেই শর্ট কাট পেস্ট করতে পারবে।