আমরা প্রায় সময় দেখে থাকি হাসপাতালের সকল জিনিসগুলো প্রায় সাদা রঙের হয়ে থাকে যেমন, বালিশ ও বেড।
হসপিটালের বেডে সাদা হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে,
১। সাদা রং পরিচ্ছন্নতার প্রতীক, তাই হাসপাতালে কক্ষে ঢুকে সাদা রঙের বেড ও বালিশ দেখলে বোঝা যায় রে রুমটা কতটা পরিস্কার পরিচ্ছন্ন।
২। সাধারণ আলোর প্রতিফলন ঘটায়,যার ফলে সাধারণ ব্যবহারের কারণে রুমের উজ্জলতা বৃদ্ধি পায়।
৩। সাদা কাপড়ের দাম তুলনামূলক কম হয়।
৪। একসঙ্গে অনেকগুলো ময়লা কাপড় পরিষ্কার করা যায় যার ফলে, একটি কাপড়ের রং অন্য কাপড়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকেনা।
৫। সাদা রং সতেজ, প্রাণবন্ত ও পরিচ্ছন্ন অনুভূতিতে মনে, যার ফলে হাসপাতালে থাকা কক্ষে রোগীরা একধরনের মানসিক প্রশান্তি অনুভব করে।