আমরা প্রায় দেখে থাকি বিয়ের আগে মেয়েরা একরকম এবং বিয়ের কিছুদিন পর মেয়েরা দেখতে অন্যরকম হয়ে যায়।
বিয়ের সময় মেয়েরা নিজেকে সুন্দর দেখাতে বা স্লিম দেখাতে নিজের ওজন কমিয়ে ফেলুন। কারন বিয়ের আগে ওজন কম দেখালে মানুষ ভালো বলবে তাই তারা বিয়ের আগে চেষ্টা করে নিজের ওজন কমিয়ে নিতে।
বিয়ের পর প্রায় মেয়েরা মনে করে এখন তো আর ওজন কমানোর তেমন কারণ নেই, তাই তারা বেশিরভাগ ওজন নিয়ন্ত্রণের দিকে তেমন লক্ষ থাকে না।
এরপর খাওয়া-দাওয়া ও ব্যায়ামের ব্যাপারে নিয়মকানুন অনুসরণ করা বন্ধ করে দেয় যার, ফলে ওজন দ্রুত বেড়ে যায়।
হরমোনের পরিবর্তন
অনেক চিকিৎসকরাই বলেছেন যে, নিয়মিত শারীরিক মিলন করার কারণে যে মোটা হয়ে যায় এমন না। তবে শারীরিক মিলনের ব্যালেন্সের অভাবের কারণে অনেক সময় শরীরে কিছু হরমোনাল পরিবর্তন দেখা দেয়, যা ওজনের প্রভাব ফেলতে পারে।
তবে শুধু শারীরিক মিলন নয়, অনেক কিছু উপরই এই হরমোনাল পরিবর্তন নির্ভরশীল। পিউবার্টি এজ, মেনস্ট্রুয়াল সাইকেল, মনোপেজ- এর মত বিষয়গুলো মাথায় লক্ষ্য রাখা উচিত। তবে সেক্স হরমোনের কম বা বাড়ার ওপরেও শরীরের ওজন নির্ভর করে অনেকটাই। তাই ওজন অনেক পরিমাণে বাড়তে থাকলে হরমোনের লেবেল ঠিক আছে কিনা, তা একবার পরীক্ষা করিয়ে নেয়া উচিত।
তবেই শুধু যে এসব কারণেই কোন মেয়ের ওজন বাড়ে এরকম কিন্তু নয়। বিবাহের আগে নারীরা পড়াশোনা এবং অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু বিয়ের পর অনেকের এই কাজগুলো বন্ধ হয়ে যায় যার ফলে তারা সারাদিন বসে থাকে এবং কাজকর্ম না করার কারণেও ওজন বাড়তে পারে।
এসব কারণ ছাড়াও অনেক কারণে নারীদের বিয়ের পর ওজন বাড়তে পারে। তবে মূল কথা হলো এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যাওয়ার ফলে তাদের অনেক কিছু মানিয়ে নিতে হয়। যা পূর্বের ব্যালেন্স না থাকার কারনে মোটা হয়ে যাওয়ার মতো বিষয়টি ঘটে।