আমরা সবাই কম বেশি হিমোগ্লোবিন শব্দটির সাথে পরিচিত। কারণ এ শব্দটি আমাদের দেহে রক্তের সাথে সম্পর্কিত।
মেরুদন্ডী ও অমেরুদন্ডী সকল প্রাণীর রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে। এটি শরীরের অক্সিজেন পরিচালনা সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে থাকে।
আজকের টপিকে আমরা জানবো হিমোগ্লোবিন কি
হিমোগ্লোবিন কি
হিমোগ্লোবিন কে মেডিকেল সাইন্সের ভাষায় মেটালোপ্রোটিন বলা হয়। এটি আমাদের শরীরের একটি প্রয়োজনীয় প্রোটিন। হিমোগ্লোবিন রক্তের লোহিত কণিকা থাকে এবং রক্তের ঘনত্ব বজায় রাখে।
হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল দেখায়। তাই একে রক্তের লাল রঞ্জক পদার্থ বলা হয়।
হিমোগ্লোবিনের কাজঃ রক্তের মধ্যে থাকা বিভিন্ন রকম উপাদানের পর্যাপ্ততা নিশ্চিত করে হিমোগ্লোবিন। এর মূল কাজ শরীরে অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন মানুষের দেহের প্রতিটি অঙ্গ পতঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেয়।
নিঃশ্বাসের সাথে বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি প্রথমে ফুসফুসে যায়, এরপর হিমোগ্লোবিন সেখান থেকে অক্সিজেন শরীরের প্রতিটি টিস্যু ও অঙ্গ-প্রত্যঙ্গে পরিবহন করে।