বর্তমানে যারা এইচএসসি এর স্টুডেন্ট রয়েছেন আজকের আর্টিকেলটি সম্পূর্ণ তাদের জন্য। আজকে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট সম্পর্কে তুলে ধরবো যা আপনার এইচএসসি এর বায়োলজির কঠিন কঠিন চিত্রগুলো কিভাবে সহজে আঁকবেন সেগুলো step-by-step দেওয়া হয় এই ওয়েব পেজে। তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে।
পজে লগইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে একটু অপেক্ষা করুন।


আমি দেখানোর জন্য প্রথমে উদ্ভিদবিজ্ঞান অপশনটিতে ক্লিক করলাম। আপনি চাইলে এখানে প্রাণিবিজ্ঞান অপশনটিতে ক্লিক করে এর চিত্র গুলো দেখতে পারেন।

উক্ত অপশন সিলেক্ট করার পর এবার পালা চ্যাপ্টার সিলেক্ট করার। ধরুন আমি প্রথম চ্যাপ্টারের কোষ এবং কোষের গঠন এর কোন একটা চিত্র সম্পর্কে জানতে চাই। আপনি চাইলে অন্য কোন চাপটার সিলেক্ট করে দেখতে পারেন। আমি কোষ এবং কোষের গঠন এ লেখাটির উপর ক্লিক করে করলাম।

এরপর দেখবেন ক্লিক মি একটি অপশন এসেছে। সেই ক্লিক মি অপশনটিতে ক্লিক করুন।

এখানে এই চ্যাপ্টারের তরকারি এবং গুরুত্বপূর্ণ সব চিত্র গুলো দেওয়া আছে।
মনে করুন সেখানে আমি দেখতে চাই যে কিভাবে আমি নিউক্লিয়াস চিত্রটি আঁকবো। তাই আমি নিউক্লিয়াসের চিত্রের উপর ক্লিক করলাম।

এবার নিউক্লিয়াস চিত্রের নিচে দেওয়া লেটস গো (Lets Go) অপশনটিতে ক্লিক করুন।

এখান থেকে আপনাকে step-by-step চিত্র কিভাবে আঁকতে হয় তার দেখানো শুরু হবে। যেমন প্রথম ধাপে আপনাকে এরকম একটি কোষ প্রাচীর রাখতে হবে, তারপর ওই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন তার পরবর্তী আপনাকে কি করতে হবে।

কি করতে করতে আপনি step-by-step একসময় নিউক্লিয়াসের চিত্র টি সম্পূর্ণভাবে একে ফেলবেন।

ওয়েবসাইটটিতে বায়োলজির মোটামুটি অনেকগুলো চ্যাপ্টারের সব গুরুত্বপূর্ণ চিত্র কিভাবে step-by-step আঁকতে হবে তা দেখানো হয়েছে। যা এইচএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট।