সিলেটে আকস্মিক বন্যার কারণে গত ১৯ জুন হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষা জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোঃ আবুবকর সিদ্দিক। তিনি জানান, ঈদুল আজহার পর পরই নতুন পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে।
২২ জুন বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান আবু বকর সিদ্দিক।
উক্ত সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান ঈদের আগেই বন্যার পানি নেমে যেতে পারে। আগামী ১৭ জুলাই ঈদের ছুটি শেষ হওয়ার একদিন পর এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। তিনি বলেন রুটিন প্রকাশ এর সাতদিন পরে পরীক্ষা শুরু হবে।
গত ১৯ জুন সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নির্ধারিত রুটিন অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই কিন্তু হঠাৎ সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন সারাদেশের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে এর মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।