মুসলমানদের কাছে হালাল শব্দটি খুবই পরিচিত একটি শব্দ। পবিত্র কোরআন ও হাদিসে হালাল ও হারামের কথা বহুবার বলা হয়েছে।
আজকে আমরা জানাবো হালাল শব্দের অর্থ কি
হলাল একটি আরবি শব্দ। শরীয়তের পরিভাষায় হালাল শব্দের অর্থ বৈধ, পবিত্র, অনুমোদনযোগ্য কাজ, উপকারী ও কল্যাণ। ইসলামের শরীয়ত অনুযায়ী যে কোন বস্তু বা কর্ম ব্যবহার বা নিয়োজিত করা যাবে তাকে হালাল বলে।
মানবজাতির জন্য যা কিছু কল্যাণকর ও উপকারী সেই সকল কাজ ও বস্তুকে আল্লাহতালা মানুষের জন্য বৈধ বা হালাল করে দিয়েছেন। হালালের বিপরীত শব্দ হলো হারাম।