বর্তমানে ইন্টারনেটের যুগে মানুষ ঘরে বসেই বিভিন্ন মাধ্যমে ইনকাম বা আয় করছে। ঘরে বসে লেখালেখির মাধ্যমে অনেক টাকা আয় করা সম্ভব।
এখন আমাদের সবার কাছেই কম্পিউটারে, স্মার্টফোন, ল্যাপটপ রয়েছে। ইন্টারনেট ব্যবহার করে এগুলোর মাধ্যমে আপনি লেখালেখি করে অনেক টাকা আয় করতে পারবেন।
আজকের টপিকে আমরা আপনাদের সাথে ঘরে বসে হাতে লিখা আয় করা যায় কিভাবে তা নিয়ে আলোচনা করবো।
ঘরে বসে অনলাইনে হাতে লেখালেখি করে আয় করার অনেক মাধ্যম রয়েছে। যেমনঃ বিভিন্ন খবরের কাগজ, ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখে, নিজের ওয়েবসাইট খুলে সেখানে লেখালেখি করে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কনটেন্ট রাইটিং করে।
অর্থাৎ এই ধরনের ব্লগিং করার মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন টপিকের উপর নিজের মত করে লেখালেখি করে নিজের ক্যারিয়ার গড়তে পারেন।
অনলাইন থেকে বিভিন্ন মাধ্যমে আর্টিকেল লিখে আয় করা যায়। এরকম কয়েকটি উল্লেখযোগ্য মাধ্যম হলোঃ নিজের ব্লগে আর্টিকেল লিখে, বাংলা আর্টিকেল লিখে, লিস্ট আর্টিকেল লিখে, বিভিন্ন ব্লগে পোস্ট লিখে, বিভিন্ন মার্কেটপ্লেস থেকে আর্টিকেল লিখে, আপনার লেখা আর্টিকেল বিক্রয় করে, কপিরাইটিং থেকে।
ব্লগিং করার জন্য প্রথমে আপনার যা যা দরকার হবে
লেখালেখি শুরু করার জন্য আপনার বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি দরকার হবে। এগুলোর মধ্য থেকে কম্পিউটার হলে সবচেয়ে ভালো হয়।
এরপর ফাস্ট ইন্টারনেট সংযোগ নিতে হবে। তারপর আপনার নিজের একটি ওয়েবসাইট বা ব্লগার একাউন্ট খুলবেন যেখানে আপনি আপনার কনটেন্ট বা লেখালেখি পোস্ট করবেন।
ব্লগিং সাইট খোলার জন্য আপনার একটি ওয়েব হোস্টিং এবং ডোমেইন নেম ক্রয় করতে হবে। তারপর হোস্টিং সার্ভার এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে হবে।
এরপর ওয়ার্ডপ্রেসে একটি ভালো মানের ব্লগিং থিম ইন্সটল করতে হবে। জরুরী ওয়ার্ডপ্রেস প্লাগিন গুলো ওয়ার্ডপ্রেস এর মধ্যে ইনস্টল করুন।
ব্লগিং করে আয় করার উপায় গুলো
বিগেনার হিসেবে আপনি যখন ব্লগে লেখালেখি শুরু করবেন তখন আপনি একেবারে নতুন। শুরুর দিকে সপ্তাহের তিন-চারটি এরপর আস্তে আস্তে দৈনিক তিন-চারটি আর্টিকেল লিখে ব্লগে পাবলিশ করবেন।
এভাবে আস্তে আস্তে আপনার ভিজিটর বাড়বে। আর ব্লগিং শুরু করার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয়ে জ্ঞান থাকা লাগবে। আর এর জন্য আপনি বিভিন্ন কোর্স করতে পারেন।
ব্লগিং করে আয় করার একটি উপায় হল গুগল এডসেন্স (Google AdSense)
ব্লগিং করে আয় করার মধ্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগে গুগলের সরবরাহকৃত অ্যাড বসিয়ে আয় করতে পারবেন।
এরপর আপনি যে সকল কনটেন্ট আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন সেখানে আপনার লেখার দক্ষতার উপর ভিত্তি করে অনেক ভিজিটর আসবে। যখন ভালো পরিমাণে ভিজিটর আসা শুরু করবে তখন গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল নিয়ে এডসেন্স কোড সাইট এর দর্শনীয় জায়গায় বসিয়ে দিন।
এভাবে আপনি গুগল এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে Traffic বা ভিজিটর সংখ্যা বাড়াতে পারবেন। বিভিন্ন ধরনের গুগোল সার্চ ইঞ্জিন রয়েছে যেমনঃ গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা ইত্যাদি।
আপনার ওয়েবসাইট বা ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় রেঙ্ক বা Rank করানোর জন্য SEO সম্পর্কে জ্ঞান থাকতে হবে। যখন আপনার ব্লগের আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় থাকবে তখন আপনার অনেক ভিজিটর বৃদ্ধি পাবে।
আর্টিকেল বা কনটেন্ট রাইটিং এর দক্ষতা
যেহেতু আপনি লেখালেখি করে আয় করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনার লেখালেখির দক্ষতা বা লেখালেখির মান সর্বোচ্চ পর্যায়ের হতে হবে।
যে বিষয়ে আর্টিকেল লিখবেন সে বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। আর এর জন্য আপনার লেখালেখি করার দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা বাড়ানোর জন্য আপনি ইউটিউব, গুগল ইত্যাদি সাহায্য নিতে পারেন।
ওয়ার্ডপ্রেস ও ব্লগার
এদুটি প্ল্যাটফর্ম ব্লগ তৈরি করার জন্য খুবই জনপ্রিয়। ব্লগ তৈরি করার জন্য অবশ্যই আপনার সেই বিষয়ে কিছুটা জ্ঞান থাকা লাগবে।
আপনার যদি ওয়ার্ডপ্রেস ও ব্লগার সম্পর্কে ধারনা না থাকে তাহলে আপনি ইউটিউব এর সাহায্য নিতে পারেন। ইউটিউবে WordPress ও Blogger এই দুটো প্ল্যাটফর্ম নিয়ে অনেক ভিডিও পাবেন।
ফ্রিল্যান্স রাইটার
ফ্রিল্যান্স রাইটার (Freelance writer) হিসেবে করার জন্য অবশ্যই আপনাকে কন্টেন্ট রাইটিং এর উপর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা লাগবে।
যদি আপনার কনটেন্ট রাইটিং এর উপর ভালো দক্ষতা থাকে তাহলে আপনি ইন্টারনেটে প্রচুর পরিমাণে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ও ওয়েবসাইট পাবেন লেখালেখি করার জন্য।
freelancer.com, guru,com, fiverr.com, Upwork ইত্যাদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ফ্রিতে একাউন্ট তৈরি করতে পারেন। এরপর সেখানে কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারেন। কারণ সেখানে অনেকে কনটেন্ট রাইটার খুঁজে থাকেন।
অনলাইন নিউজ পোর্টাল এর জন্য লেখালেখি
বর্তমান সময়ে ইন্টারনেটে অনেক নিউজ পোর্টাল, ব্লগস এবং সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে। যারা তাদের অনলাইন পোর্টালগুলোতে কনটেন্ট লেখার জন্য বিভিন্ন কনটেন্ট রাইটার খুঁজে থাকেন।
তারা টাকার বিনিময়ে কনটেন্ট রাইটার দিয়ে তাদের অনলাইন পোর্টালগুলোতে আর্টিকেল লেখায়। আপনি এইসব নিউজ পোর্টাল, ব্লগস এবং সোশ্যাল মিডিয়া পেইজের মালিকদের সাথে যোগাযোগ করে কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন।
পেইড রিভিউ রাইটিং
ঘরে বসে লেখালেখি করে আয় করার জন্য এটি একটি ভাল মাধ্যম। বিভিন্ন প্রতিষ্ঠান বা কোম্পানির পণ্যের রিভিউ আর্টিকেল লিখে আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন।
আপনার রাইটিং দক্ষতা বা লেখার মানের কে কাজে লাগিয়ে খুব সুন্দর করে প্রোডাক্ট রিভিউ লিখবেন। যাতে করে ভিজিটররা আপনার লেখার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়।
এভাবে পেইড রিভিউ করে অনলাইনের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারবেন।
বাংলা আর্টিকেল
বাংলাদেশ বেশকিছু দেশি ওয়েবসাইট রয়েছে যেমনঃ বিডিপপুলার, গ্রাথর, রোর বাংলা, টেকটিউনস, জে আই টি, প্রতিবর্তন, অর্ডিনারি আইটি ইত্যাদির।
এই ওয়েব সাইটগুলোতে আপনি বাংলা ভাষায় লেখালেখি করে আয় করতে পারেন। এখানে আপনি প্রতি পোস্টের বিনিময় ওয়েবসাইট গুলো থেকে টাকা পাবেন।
বেশি টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে ভালো মানের আর্টিকেল লিখতে হবে। এই ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের বোনাস দেয়া হয়ে থাকে যেমন ভিউ বোনাস, কমেন্ট বোনাস, গোল্ডেন বোনাস, রেফার বোনাস, শেয়ার বোনাস ইত্যাদি।
ইংরেজি আর্টিকেল
আপনি যদি ইংরেজিতে ভালো দক্ষ ও পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি ইংরেজি আর্টিকেল লিখে টাকা আয় করতে পারবেন। ইংরেজি আর্টিকেল লেখার উল্লেখযোগ্য ওয়েবসাইট হলোঃ EH-writer, uxbooth.com, Earth island journal, cracked.com listverse.com etc.
উপরে হাতে লিখে আয় করার যতগুলো মাধ্যম বলা হয়েছে সেখান থেকে আপনার সুবিধা মত একটি মাধ্যম বেছে নিতে পারেন। সুতরাং বাড়িতে বেকার বসে না থেকে অবসর সময় এসব লেখালেখি করতে পারেন।
অথবা আপনি যদি ফুল টাইম বা ক্যারিয়ার হিসেবে কনটেন্ট রাইটিং নিতে চান তাহলে ভালো মতন জ্ঞান নিয়ে শুরু করতে পারেন। এর জন্য অবশ্যই আপনার দরকার হবে প্রচুর ধৈর্য ও পরিশ্রম।