ঠাকুরগাঁও এর সবচেয়ে বড় ষাঁড় যার নাম বিগ বস। বিশালাকৃতির ষাঁড়টি কিনতে প্রতিনিয়ত ক্রেতারা আসছেন। ষাঁড়টির ওজন প্রায় ১ হাজার ৫০০ কেজি। যার দাম হাঁকা হচ্ছে ৩০ থেকে ৩৫ লাখ টাকা। কুরবানী উপলক্ষে কিনলে দেওয়া হবে উপহার হিসেবে একটি মোটরসাইকেল।
গত পাঁচ বছর ধরে প্রাকৃতিক খাবার ও ফলমূল খাইয়ে বিশাল আকৃতির ষাঁড় পালন করেছেন ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া তালতলা গ্রামের কৃষক আফিল উদ্দিন।
ষাঁড়টিকে ঘরের বাইরে আনতে কমপক্ষে ২০ থেকে ২৫ জন লোকের প্রয়োজন হয় ও বেশকিছু খুঁটির সঙ্গে বেঁধে বাইরে আনা হয় বিগ বসকে। বিগ বসকে প্রতিদিন খাদ্য তালিকা অনুযায়ী ঘাস, লতাপাতা, গমের ভুসি, আপেল, কলা, ডাবের পানি খাওয়ানো হয়। প্রতিদিন খাবারের জন্য দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়।
খামারির দেয়া তথ্য অনুযায়ী ১০ ফুট দৈর্ঘ্য ৫ ফুট ৬ ইঞ্চি বুকের বেড়ের ষাঁড়টির ওজন ১ হাজার ৫০০ কেজি।
ষাঁড়টির মালিক আফিল উদ্দিন বলেন তিনি ডাবের পানি সহ নানা রকমের ফলমূল খাওয়াচ্ছেন। কোরবানি উপলক্ষে গরুটির দাম ধরেছেন ৩৫ লাখ টাকা।
স্থানীয়রা বলেন এত বড় গরু কুরবানী দেয়া ভাগ্যের ব্যাপার। কে কিনবেন সে ব্যাপারে স্থানীয়দের আগ্রহের শেষ নেই।