সিল্কের শাড়ি পরতে সবাই পছন্দ করে। বাজারে বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি পাওয়া যায়। বর্তমানে কৃত্রিম তন্তু দিয়ে সিল্ক শাড়ি তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু আসল সিল্ক আর নকল সিল্কের পার্থক্য বের করা বেশ কঠিন। এই পোষ্টে সিল্ক শাড়ি চেনার উপায় গুলো জানানো হবে।
সিল্কি কি
সিল্ক তন্তু দিয়ে সিল্ক শাড়ি তৈরি হয়। আর রেশম পোকার গুটি থেকে এই সিল্ক তন্তু তৈরি হয়। রেশম বা সিল্ক হল প্রাণীর তন্তু।
সিল্ক শাড়ি চেনার উপায়
পিওর সিল্ক তন্তু আগুনে সহজে পুড়ে যায় এবং পোড়ার সময় চুল পোড়ার গন্ধ পাওয়া যায়। সেইসাথে পুড়ে যাওয়া সিল্ক খুব সহজে ছাইয়ে পরিণত হয়। এই পোড়া অংশ খুব অল্প চাপে গুড়ো হয়ে যাওয়ায় আর কোন অবশেষ থাকে না।
আসল সিল্ক খুব সহজে আংটির মধ্য দিয়ে পার করা যাবে। আসল সিল্ক ফ্যাব্রিকে থাকে প্রাকৃতিক উজ্জ্বলতা। সিল্কের শাড়িতে আভিজাত্য এবং পরিপাটি একটা ভাব থাকে।
রেশম তন্তু বা সিল্ক দেখতে যেমন সুন্দর তেমনি শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী। সিল্কের শাড়ির ওজন যত বেশি হবে তার মান তত ভালো হবে। কিন্তু বর্তমানে পলেস্টার মিশিয়ে ওজন বাড়ানো হচ্ছে তাই সিল্ক কেনার আগে সতর্ক থাকবেন।
সব মেয়েদের শাড়ি পরা একটি সখের ব্যাপার এবং শাড়ি পরলে মেয়েদের দেখতে অনেক সুন্দর লাগে। বর্তমান সময়ে শুধু সিল্ক শাড়ি হিসাবে নয় সিল্কের পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি ইত্যাদি সিল্কের পোশাক পাওয়া যায়। আশা করি উপরের টিপস এর মাধ্যমে আপনি সহজে সিল্কের শাড়ি চিনতে পারবেন।