আমরা যারা সাধারণত বাটন ফোন ব্যবহার করে থাকি সেখানে আমরা যে ডিফল্ট নর্মাল লক দেওয়া থাকে সেটাই ব্যবহার করি। কারণ এটি মোবাইল ক্রয় করার পর অটোমেটিক সেট করা থাকে যা * এবং OK বাটন প্রেস করলে সেই লোকটি খুলে যায়।
বেশিরভাগ বাটন ফোন গুলোতে ডিফল্ট নর্মাল লকটি এই নিয়মে খোলা হয়ে থাকে।
কিন্তু কিছু মানুষ আছে যারা ভুল করে ফোনটি এমন ভাবে লক করে ফেলে যেটি পাসওয়ার্ড ছাড়া খোলা যায় না। অনেকে গুগলে সার্চ করে থাকে এই ব্যাপারে কিভাবে বাটন ফোনের লক খোলা যায়।
বাটন ফোনের লক খোলার উপায় সমূহ
প্রথমে আপনার বাটন ফোনটিকে অফ করুন। এরপর 0 + ok + power button একসাথে চেপে ধরুন। এভাবে চাপ দেওয়ার ফলে আপনার বাটন ফোনটি অন হয়ে যাবে।
তখন দেখতে পারবেন আপনার ফোন আর পাসওয়ার্ড চাইছে না, কারন আপনার ফোনটি লক খোলার ফলেই অন হয়েছে।
> এই নিয়মে যদি আপনার ফোনের লক না খুলে তাহলে অন্য নিয়মে করতে হবে।
দেখা যায় অনেক বাটন ফোনের একদম মাথায় পাওয়ার অন করার জায়গা থাকে। এরকম জাতীয় বাটন ফোনের লক খোলার জন্য আপনাকে * + call button + red button +power button এই চারটি বাটন একসাথে চাপলে আপনার ফোনটি আনলক হয়ে যাবে.
আপনার বাটন ফোনের মাথায় যদি পাওয়ার বাটন থাকে তাহলে আপনি এভাবে চেষ্টা করে দেখতে পারেন।
তাছাড়া বাটন ফোনের কিছু ডিফল্ট পাসওয়ার্ড থাকে যেগুলো চেঞ্জ করা যায়না, আপনি চাইলে সেগুলো ব্যবহার করে আপনার বাটন ফোন থেকে আনলক করার চেষ্টা করতে পারেন।
যেমনঃ 1111, 1234, 0000, 1122
উক্ত নিয়মগুলোর মাধ্যমে আপনি আপনার বাটন ফোনের লক খোলার চেষ্টা করে দেখতে পারেন। এই নিয়মগুলো মাধ্যমেই সাধারণত বাটন ফোনের লক খুলে যায় তাই আপনি প্রথমে এই নিয়মে চেষ্টা করুন।