আমরা আমাদের মোবাইল ফোনে যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন জিনিস দেখতে পাই তার নাম হলো ডিসপ্লে। এটির মাধ্যমে আমরা দেখতে পারি আমাদের মোবাইলের কোথায় কি রয়েছে।
আমরা সকলেই বর্তমানে কম বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি। আমরা আমাদের স্মার্টফোনের ডিসপ্লের মাধ্যমে মোবাইলের যাবতীয় জিনিস দেখতে পাই। কখনো কি আমাদের মাথায় এসেছে ডিসপ্লে কোথা থেকে এলো এবং কিভাবে আমরা ডিসপ্লের সাহায্যে এত সুন্দর করে সকল জিনিস দেখতে পারি।
ডিসপ্লে যদি ভাল মানের হয় তাহলে আমরা সবকিছু ভালো করে দেখতে পাই। স্মার্টফোনের জন্য ডিসপ্লে অনেক বড় একটি বিষয়। আপনি খেয়াল করলে দেখতে পারবেন একজনের ডিসপ্লের কালার একেক রকম হয়ে থাকে, কারোটা বেশি তো কারো টা কম, কারো ফোনের ডিসপ্লে ঘোলা দেখায়।
আবার অনেক সময় দেখা যায় কারো মোবাইলের ডিসপ্লেতে এক পাশ থেকে তাকালে মোবাইলের ছবিগুলো নেগেটিভ দেখা যায়। আজকে আমরা জানবো মোবাইল ডিসপ্লে কত প্রকার ও সেগুলো কি কি !
বর্তমানে আমাদের স্মার্টফোন বাজারে অনেক ধরনের ডিসপ্লে দেখা যায়। একেক ডিসপ্লে তে একেকরকম প্রযুক্তি ব্যবহার করায় ডিসপ্লেরর দাম কম বেশি হয়ে থাকে।
এখন পর্যন্ত যে সকল স্মার্টফোনের ডিসপ্লে আমরা দেখতে পেয়েছি সেগুলো নিচে তুলে ধরা হলোঃ
- TFT LCD Display
- Crystal Display
- RETINA Display
- IPS LCD Display
- OLED Display
- AMOLED Display
- Super AMOLED Display
- Super LCD Display