এসিড বৃষ্টি কেন হয় এ প্রশ্নের উত্তর জানার আগে জেনে নিই এসিড বৃষ্টি কি?
যে বৃষ্টিপাতে পানি অম্লীয় প্রকৃতির হয়ে থাকে তাকে সে বৃষ্টি বলে। পানির pH (Pouvoir Hydrogen) এর মান ৭ চেয়ে কম হলে বৃষ্টিতে এসিড থাকে।
১৯৫০ সালে পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার পূর্ব দিকে সর্বপ্রথম এসিড বৃষ্টি দেখা যায়।
বাতাসে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফিউরিক এসিড বাষ্প বেশি থাকলে, বাষ্প পানির সাথে যুক্ত হয়ে বৃষ্টির সময় অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে।
সহজ ভাবে বললে কলকারখানা থেকে নির্গত বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস যা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে এসিড বৃষ্টি সৃষ্টি করে।
যেসব এলাকায় শিল্প-কারখানা বেশি সেখানে এ ধরনের ক্ষতিকর গ্যাস বাতাসের সাথে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে।
এছাড়া বজ্রপাত, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বনে আগুন ইত্যাদি কারণেও এসিড বৃষ্টি হয়ে থাকে। এসিড বৃষ্টির ফলে গাছপালা, পশুপাখি, জীবজন্তু, জলজ প্রাণী, বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এসিড বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে একসাথে পদক্ষেপ নিতে হবে। সালফারযুক্ত যেসব জ্বালানির রয়েছে সেগুলো ব্যবহারের পরিমাণ কমাতে হবে।
বিভিন্ন রকম ধরনের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর আমাদের জোর দিতে হবে। কলকারখানা, ইটভাটা ইত্যাদি থেকে যে সকল ক্ষতিকর কালো ধোঁয়া ও গ্যাস নির্গত হয় সেগুলো পরিশোধন ও পুনসঞ্চালন ব্যবস্থা করতে হবে।
সভ্যতার বিকাশের সাথে সাথে অনেক শিল্প-কারখানা গড়ে উঠছে আরে শিল্প কারখানায় যেসকল গ্যাস ব্যবহার করা হয় সেগুলো ব্যবহারের সময় সচেতন হতে হবে।