কাল থেকে বিদ্যুত ও জ্বলানীর সাশ্রয়ে রাত ৮ টার পর সারাদেশে দোকান, বিপনি-বিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বিকালে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সাংবাদিকদের এ তথ্য জানান।
তবে হাসপাতাল, রেলষ্টশন, বাসষ্টেশন, বিমানবন্দর, হোটেল, নাপিত, ঔষধের দোকান, সিনেমা হল, মিষ্টি ও ফুলের দোকান, ওয়াসা বিদ্যুত ও গ্যাস অফিস এ নিয়মের বাইরে থাকবে।
এর আগে ১৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আসান কিবরিয়া সিদ্দীকের সই করা চিঠিতে রাত ৮ টার পর সারাদেশের দোকান, শপিংমল, মার্কেট, বিপনি বিতান, কাচাবাজার খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়।
এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। ঐ চিঠিতে আরো বলা হয়, দেশের জ্বলানী দাম বাড়ায় বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুত ও জ্বলানী সাশ্রয়ে এ পদক্ষেপ গ্রহনের জন্য প্রধানমনত্রী নির্দেশনা দিয়েছেন।
তথ্যসূত্রঃ- Independent Television