MRI (Magnetic Resonance Imaging) স্ক্যান পুরো বিশ্বের একটি শক্তিশালী ও নিখুঁত পদ্ধতি।
এটি চিকিৎসা বিজ্ঞানের এক মহান আবিষ্কার। মূলত চিকিৎসকেরা যখন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরেও কোন রোগের ব্যাপারে নিশ্চিত হতে পারে না তখন এম আর আই করার পরামর্শ দিয়ে থাকেন।
এম আর আই কি?
এমআরআই সবচেয়ে অত্যাধুনিক রোগ নির্ণয় করে একটি পরীক্ষা। এটি একটি শক্তিশালী চৌম্বক এবং রেডিও তরঙ্গ যা ব্যবহার করে শরীরের ভেতরের থেকে চিত্রগুলি ক্যাপচার করতে পারে। এর ফলে শরীরের ভেতরের অঙ্গের খুব স্পষ্ট ছবি তুলা যায় যাতে করে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করা সহজ হয়।
এম আর আই(MRI) এর মাধ্যমে যেসব রোগ নির্ণয় করা যায়
আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের সূক্ষ্ম রোগ নির্ণয়ের জন্য এমআরআই একটি নির্ভরযোগ্য পছন্দের একটি পরীক্ষা। এমআরআই ব্যবহার করে শরীরের মস্তিষ্ক, মেরুদন্ড, (হাঁটু, কাঁধ, কব্জি এবং গোড়ালির) জয়েন্ট, পেট, স্তন, হার্ট, রক্তনালী এবং শরীরের বিভিন্ন অংশের পরীক্ষা করা হয়। MRI পরীক্ষার মাধ্যমে যে সকল রোগ নির্ণয় করা হয়-
- টিউমার, স্ট্রোক ইত্যাদি মস্তিষ্কের রোগের ক্ষেত্রে।
- মেরুদন্ডে আঘাত পেলে অথবা মেরুদন্ডের রোগ হলে।
- মাংসপেশী এবং হাড়ের সমস্যা হলে।
- নারীদের স্তন ও তলপেটের সমস্যার ক্ষেত্রে।
- রক্তনালীর অস্বাভাবিকতার কারণ নির্ণয়ের জন্য।
- নাক, কান,চোখ ও গলার রোগের সমস্যা হলে
- হার্ট অ্যাটাক জনিত সমস্যার ক্ষেত্রে
- হৃদপিণ্ড ও ফুসফুসের রোগ
- স্নায়ুতন্ত্রের সমস্যার ক্ষেত্রে
- রক্তক্ষরণ, হার্ট এবং ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগ
চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই একজন মানুষ এমআরআই করতে পারেন। এ পরীক্ষার মাধ্যমে শরীরের জটিল রোগ থাকলে সে রোগ নির্ণয় করা যায় এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া যায়।