অনেকের তলপেট একটু মোটা তাই জামা-কাপড় করলে তলপেট উচু হয়ে যায় এর ফলে ভালো দেখায় না। আবার অনেকের তলপেটে ব্যথা করে। আজকের টপিক আমরা তলপেট ভারী কেন এবং তলপেটের ব্যথা নিয়ে আলোচনা করবো।
বিভিন্ন কারণে তলপেটে ব্যথা হয়। বৃহদান্ত্রের সমস্যা, মূত্রনালীর সমস্যা এবং নারীদের আরো বিভিন্ন কারণে তলপেটে ব্যথা হয়।
বৃহদান্ত্রের সমস্যা
ডাইভারকুলিটিস, এপেন্ডিসাইটিস, আইবিএস বা ইরিটেবল বাউল সিস্টেম, আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, হার্নিয়া।
মূত্রনালীর সমস্যা
মূত্রনালীর সংক্রমণ, মূত্রথলিতে পাথর, অ্যাকিউট রিটেনশন অব ইউরিন,মূত্রথলির ক্যান্সার।
নারীদের যে সকল সমস্যার কারনে তলপেটে ব্যথা হয়
ওভারিয়ান সিস্ট, ইউটেরাইন ফাইব্রয়েড, পিআইডি, এন্ড্রোমেট্রিওসিস
উপরে বর্ণিত এসব সমস্যার কারণে তলপেটে ব্যথা এবং তলপেট ভারী হয়ে যেতে পারে। তলপেটের ব্যথাকে অনেক সময় আমরা ছোটখাটো ব্যথা মনে করে থাকি।
অনেক সময় আমরা শরীরের ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যাই। কিন্তু আপনি কি জানেন এসব ছোটখাটো সমস্যা হচ্ছে বড় রোগের লক্ষণ। অনেক সময় আমরা শরীরে কোনো ছোটখাটো সমস্যা হলে সেগুলো নিজে নিজে চিকিৎসা করি অথবা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাই এগুলো মোটেও ঠিক না।
শরীরের যে কোনো ছোটখাটো সমস্যা আগেভাগে চিকিৎসা নেবেন। ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন।