বর্তমানে সারাদেশে ফ্রিল্যান্সিং খুবই জনপ্রিয় তেমনি আমাদের দেশেও রয়েছে এর অনেক জনপ্রিয়তা। হবে না কেন কারণ, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক দক্ষ হন তাহলে মাসে লক্ষ টাকা ইনকাম করা আপনার জন্য তেমন কিছুই না।
ফ্রিল্যান্সিংয়ের বর্তমানে অনেক ক্যাটাগরি রয়েছে তারমধ্যে ওয়েব ডিজাইন অনেক জনপ্রিয়।আপনি যদি কষ্ট করে এই বিষয়ে একবার ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে এর মাধ্যমে মাসে মাসে আপনি লক্ষ টাকা আয় করতে পারবেন সহজেই।
কারণ ফ্রিল্যান্সিং জগতে ওয়েব ডিজাইনারের চাহিদা অনেক। অনলাইন ছাড়া অফলাইনে বা আমাদের দেশেও ওয়েব ডিজাইনের চাহিদা অনেক। কারণ বর্তমানে অনেক প্রতিষ্ঠান বা দোকান তৈরি হচ্ছে যাদের নিজস্ব ওয়েবসাইট প্রয়োজন।
ওয়েবসাইট বানানোর জন্যও তারা একজন ওয়েব ডেভেলপার কে হায়ার করে থাকে। অনলাইনে ওয়েব ডিজাইনের অনেক কাজ রয়েছে যা আপনি ওয়েব ডিজাইন শিখে সহজেই করতে পারেন। তবে ওয়েব ডিজাইন কাজটি করার জন্য আপনাকে পূর্বে এই বিষয়ে অধিক দক্ষতা লাভ করতে হবে। ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের দেশে বর্তমানে অনেক টাকা লাগে।
যারা মধ্যবিত্ত এবং ওয়েব ডিজাইন শেখার ইচ্ছা তারা টাকার অভাবে অনেকেই ওয়েব ডিজাইনের মত বড় প্লাটফর্মে কাজ করতে পারে না। অনলাইনে অনেক ধরনের ফ্রি ওয়েবসাইট রয়েছে যারা ওয়েব ডিজাইন সহ বিভিন্ন ধরনের কাজ শেখাতে সাহায্য করে।
আজকে আমি আপনাদের সামনে ওয়েব ডিজাইন শেখার জন্য কয়েকটি ওয়েবসাইট নিচে তুলে ধরলাম। এর মাধ্যমে আপনি বেসিক থেকে শুরু করে এডভান্স পর্যন্ত ওয়েব ডিজাইন শিখতে পারবেন। শুধু শেখার জন্য আপনার মনে অনেক পরিমাণ চেষ্টা ও আগ্রহ থাকতে হবে। এই ওয়েবসাইটগুলোতে রয়েছে হাজারো টিউটোরিয়াল এবং ওয়েবসাইট ডিজাইন শেখার বিভিন্ন কৌশল।
ওয়েব ডিজাইন শেখার ওয়েবসাইট
কোড এভেন্জার্স (Code Avengers)
ওয়ে মেকিং ১০১ (Web making 101)
এলিসন ওয়েব ডেভেলপমেন্ট (Alison Web development)
একুইয়েন্ট জিমনেসিয়াম (Acquent Gymnasium)
ডন্ট ফেয়ার দা ইন্টারনেট (Dont fear the internet)
ড্যাস জেনারেল এসেম্বলি (Dash General Assembly)
চ্যানেল ৯ ওয়েব ডেভেলপমেন্ট (Channel 9 Web development)