মানুষের জীবনের সমস্যা থাকবে এটাই স্বাভাবিক। সমস্যা ছাড়া এই দুনিয়াতে কোন মানুষ নেই। আজকে হয়তো আপনার সময় ভালো যাচ্ছে না তাই আপনি হতাশ মন খারাপ।
এরকম হতাশ হলে বা মন খারাপ হলে চলবে না কারণ আমাদের জীবনে যা কিছু ঘটে সবকিছুই আল্লাহর ইচ্ছা।
সর্বাবস্থায় সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তিনি সমস্যা দিয়েছেন আবার তিনি সমস্যার সমাধান দিবেন। আমাদের শুধু ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যেতে হয়।
মনে রাখবেন একজন প্রকৃত মানুষ যেকোন খারাপ অবস্থায় হতাশ হয় না বরং তারা আল্লাহকে স্মরণ করে।
আল্লাহ তা’আলা বলেন- হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য্য ধারন কর ও ধৈর্য অটল থাকো। (সূরা আল ইমরান, আয়াত ২০০)
কেবল ধৈর্যশীলদেরকোই তাদের প্রতিদান সম্পূর্ণরূপে দেওয়া হবে কোন রকম হিসাব ছাড়াই। (সূরা যুমার, আয়াত ১০)
নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দাঁড়া এবং কিছু ধনপ্রাণ এবং ফলের (ফসলের) লোকসান ধারা পরীক্ষা করব; আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। (সূরা বাকারা, আয়াত ১৫৫)
তোমরা সময়কে গালিগালাজ করো না কারণ আল্লাহ তাআলা সময়ের পরিবর্তনকারী। (সহীহ মুসলিম, ৫৭৫৯)
আমরা আমাদের জীবনের সহজ ভাবে যে জিনিসগুলো পাই তার প্রতি আকর্ষণ আর কদর কম থাকে। আল্লাহ তাআলা যাদেরকে ধনী ও প্রভাবশালী বানিয়েছেন, যাদের টাকা পয়সার অভাব নেই এসব কিছুই মহান আল্লাহতালার পরীক্ষা মাত্র।
আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ব্যবসা, ভালো চাকরি, ক্ষমতা, অবস্থান, ক্ষ্যাতি দিয়ে পরীক্ষা করেন। আমাদের সেই দুঃখকে ভালবাসতে শেখতে হবে যে দুঃখ আমাদেরকে রবের আরো কাছে নিয়ে যাবে।
মানুষ যখন দুঃখ কষ্টে থাকে তখন আল্লাহকে আরো বেশি করে ডাকে। তাই আমাদের ধৈর্য ধরা শিখতে হবে এবং কষ্টকে ভালোবাসতে হবে।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন ব্যক্তির উপর যে দুঃখ-কষ্ট রোগ ব্যাধি দুশ্চিন্তা উদ্বেগ-উৎকণ্ঠা আসে এমন কি যে কাঁটা তার দেহের ফোটে এসব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। (বুখারী, ৫৬৪১)
যে কোন বিপদ আপদে ধৈর্যহারা না হয়ে মনোবল শক্ত করাটাই শ্রেয়। কারণ মানুষের খারাপ সময় সব সময় থাকে না। এক সময় না এক সময় মানুষের ভালো সময় ফিরে আসে।
শুধু আমাদেরকে ধৈর্য্য ধরতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সুখে দুঃখে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।
মহান আল্লাহ তা’আলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন