একটি মোবাইলের ব্যাটারির পারফরমেন্স নির্ভর করে চার্জারের উপরে। কারণ চার্জার যদি ভাল হয় তাহলে আপনার মোবাইল ফোনের ব্যাটারি অনেক দিন টিকবে আর যদি আপনার মোবাইল চার্জারটি খারাপ হয় তাহলে আপনার ব্যাটারি যে কোনো সময় ফুলে নষ্ট হয়ে যেতে পারে।
এর ফলে হয়তো আপনি ভাববেন কি কারনে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেল কিন্তু আপনি এর কারণ খুঁজে পাবেন না। তাই সর্বপ্রথম আপনাকে মোবাইল চার্জার এর প্রতি লক্ষ্য রাখতে হবে।
আমাদের মোবাইলের সাথে যখন চার্জার দেওয়া হয় সেটি অরিজিনাল চার্জার। কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মোবাইল চার্জার নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যায়। তখন মোবাইল ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই নতুন চার্জার ক্রয় করতেই হবে।
কিন্তু চার্জারটি ক্রয় করার সময় অবশ্যই দেখে শুনে কিনতে হবে কারণ চার্জার যদি খারাপ হয় তাহলে এর প্রভাব আপনার মোবাইল ফোনের ব্যাটারির উপর পড়বে। যার ফলে অতি তাড়াতাড়ি আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আবার অন্যদিকে কিছুদিন পরপর আপনার সেই চার্জারটি নষ্ট হয়ে যাবে।
তাই সর্বপ্রথম চার্জার কেনার আগে আপনার অবশ্যই ভালো মোবাইল চার্জার কিনতে হবে এবং এটি চেনার উপায় সম্পর্কে জানতে হবে।
ভালো মোবাইল চার্জার চেনার উপায়
==> ভালো মোবাইল চার্জার চেনার প্রথম উপায়টি হচ্ছে চার্জারের গায়ে QR কোড বা বার কোড থাকবে। সেটা স্ক্যান করলে সেখান থেকে তথ্য দেখে আপনি সেই চার্জার সম্পর্কে জানতে পারবেন।
==> চার্জারের ক্যাপাসিটি দেখে ভালো মোবাইল চার্জার কিনতে পারবেন।
==> চার্জারটি যদি শাওমির হয়ে থাকে তাহলে শাওমির চার্জার টি যদি ১২০ সেন্টিমিটার এর চেয়ে কম হয় এবং অ্যাডাপ্টর টি যদি বড় হয় তাহলে সেটি নকল চার্জার।
==> চার্জার অতিরিক্ত না গরম হওয়া। কারণ খারাপ চার্জার গুলো ভালো চার্জার এর তুলনায় অধিক গরম হয়। অধিক গরম হওয়ার ফলে এটি ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
==> প্রত্যেকটি মোবাইল ফোন ১০০% চার্জ হওয়ার একটি নির্দিষ্ট সময় থাকে। নির্দিষ্ট সময় থেকে যদি অনেক সময় লাগে মোবাইলটি ফুল চার্জ হতে তাহলে সেটি মোটেও ভালো চার্জার নয়। তাই আপনাকে ১ থেকে.২ দিন ব্যবহার করে সেটি বুঝতে হবে। যদি ভালো না হয় তাহলে ফেরত দিয়ে দিবেন।
==> লোকাল কোন চার্জার না কিনে যেসকল ভালো ব্র্যান্ড রয়েছে সেগুলোর চার্জার কিনতে পারেন। তাহলে এর উপর আপনার বিশ্বাসটুকু অটুট থাকবে।
==> ভালো চার্জার কেনার আগে এর ভোল্ট এবং এম্পিয়ার দেখে কিনতে হবে।
==> চার্জার কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি এবং গ্যারান্টি দেখে কিনতে হবে। কারণ ভালো চার্জার গুলো আপনার অবশ্যই গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকে।
তাই কিছু কিছু জিনিস লক্ষ্য করে আপনার মোবাইলের জন্য চার্জারটা কিনলে হয়তো বা চার্জারটি তেমন খারাপ হবে না। যার ফলে আপনি অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন কারণ, খারাপ চার্জার কেনার ফলে ব্যাটারি সমস্যা তো হবেই সাথে আপনার মোবাইল ফোনের ও অনেক ধরনের সমস্যা হতে পারে শর্ট-সার্কিট হয়ে।
তাই অবশ্যই মোবাইল চার্জার কেনার সময় দেখে শুনে এবং লক্ষ করে ভালো মানের মোবাইল চার্জার কেনা উচিত।