কাঁচ শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। কারণ আমরা সবাই কাঁচের তৈরি কোন না কোন জিনিস ব্যবহার করে থাকি।
যেমনঃ কাঁচের আয়না, কাঁচের টেবিল, বিভিন্ন বাসা বাড়িতে কাঁচের জানালা ইত্যাদি। আজকে টপিকে আমরা জানবো কাচ তৈরির প্রধান কাঁচামাল কি।
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি বা সিলিকা। বর্তমান সময়ে কাজ তৈরিতে যে তিনটি উপাদান প্রয়োজন হয় সেগুলো হলো কোয়ার্টজ (সিলিকা) সোডা এবং চুন।
এই উপাদানগুলো মিশিয়ে ১২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে উত্তপ্ত করা হলে এগুলো গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ ঠান্ডা করে কাঁচ উৎপাদন করা হয়। বাংলাদেশ অনেকগুলো গ্লাস কোম্পানি রয়েছে।
যার মধ্যে সবচেয়ে বড় ফ্লোট এন্ড স্টিল গ্লাস কোম্পানি হলো ‘নাসির গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (NGIL)। এটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত।
এই কোম্পানি দেশের চাহিদা মেটানোর সাথে সাথে বিদেশেও উন্নত মানের ফ্লোট, শীট ও কালার গ্যাস রপ্তানি করে থাকে।