বাংলাদেশে ৮টি বিভাগ রয়েছে। আর ৮টি বিভাগে মোট ৬৪টি জেলা রয়েছে। আর এই জায়গাগুলোর অন্তগত ৪৯২টি উপজেলা রয়েছে।
এতক্ষণ আমরা বিভাগ, জেলা, উপজেলার সংখ্যা সম্পর্কে জানলাম। এখন আমরা আজকের টপিকের বিষয়ে বাংলাদেশের থানা কয়টি তা জানব?
বাংলাদেশের মোট থানার সংখ্যা ৬৫০ টি।
২৯ জানুয়ারি, ২০২১ সালে আরো দুটি থানা যুক্ত করা হয়। সেগুলো হলো নোয়াখালী ভাসানচর থানা এবং কক্সবাজার জেলার ঈদগাঁও থানা।