বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। ছোট থেকে বড় এখন সকলের হাতে হাতে মোবাইল দেখা যায়। তবে মোবাইল ফোন যত দামি হোক না কেন সেটা অবশ্যই চার্জ করতে হয়। কারণ মোবাইল ফোনে রয়েছে ব্যাটারি যা চার্জ শেষ হয়ে গেলে চার্জার দ্বারা চার্জ করতে হয়।
আমাদের মোবাইল চার্জ করার জন্য আমরা প্রতিনিয়ত মোবাইল চার্জার দিয়ে আমাদের মোবাইল ফোনকে চার্জ করে থাকি। কিন্তু অনেক সময় কারণে ও বিনা কারণে আমাদের মোবাইল চার্জারটি অনেক গরম হয়ে যায়। হয়তোবা অনেক মানুষ এটি লক্ষ্য করে না।
মোবাইল ফোনের চার্জার অল্প গরম হওয়া স্বাভাবিক কিন্তু সেটা যদি অতিরিক্ত মাত্রায় হয় তবে এর ফলে নানা রকমের সমস্যা হতে পারে। কারণ মোবাইল চার্জার অতিরিক্ত গরম হয়ে গেলে যে কোন সময় এটি ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
মোবাইল চার্জার গরম হওয়ার কিছু কারণ নিচে তুলে ধরা হলোঃ
⏩ অরিজিনাল চার্জার ব্যবহার না করা।
⏩ চার্জার এর নিজস্ব যেকোনো সমস্যা থাকতে পারে।
⏩ বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করলে।
⏩ এক মোবাইলের চার্জার দিয়ে যদি অন্য মোবাইল চার্জ করা হয় তাহলে এ ধরনের সমস্যা হয়।
⏩ ধরুন কোনো মোবাইল ফোনের চার্জার ৫ অ্যাম্পিয়ার কিন্তু আপনি সেই মোবাইলটি চার্জ করলেন ২ অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে। তাহলে চার্জারটি গরম হওয়া খুবই স্বাভাবিক কারণ চার্জারের উপর অনেক লোড পরছে।
⏩ চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করতে থাকলে। কারণ তখন মোবাইল চার্জার এর উপর অনেক চাপ পড়ে যার ফলে চার্জারটি গরম হয়ে যায়।