হিসাব বিজ্ঞানের ভাষায় হিসাবের বাম দিককে ডেবিট বলা হয়।
আমরা জানি, হিসাববিজ্ঞানের খাতায় ২ দিকে হিসাবের লেনদেন লিপিবদ্ধ করা হয়। যখন হিসাববিজ্ঞানে হিসাব করার সময় লেনদেন হিসাবের দুই দিকে করা হয় তখন হিসেবের বামদিককে ডেবিট এবং ডান দিককে ক্রেডিট বলা হয়।
অর্থাৎ সহজ ভাষায়, আপনি হিসাব করার সময় সেই হিসাবের বা দিককে ডেবিট বলে এবং ডান দিককে ক্রেডিট বলে।