প্রযুক্তির যুগে বর্তমানে সবাই মোবাইল ব্যবহার করে। মোবাইল কেনার সময় আমরা জানতে চাই আমার মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।
কিন্তু আমরা অনেকেই আছি জানিনা অফিশিয়াল ফোন কি আর আনঅফিসিয়াল ফোন কি।
এর ফলে অনেক সময় দোকানিরা আমাদের অফিশিয়াল মোবাইল বলে আনঅফিসিয়াল মোবাইল ধরিয়ে দেয়। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব অফিশিয়াল মোবাইল চেনার উপায় সম্পর্কে।
অফিসিয়াল মোবাইল কি
বাইরের দেশ থেকে যেসব মোবাইল আমাদের দেশে আনার সময় সরকারকে ট্যাক্স বা কর দিয়ে আনা হয় সেগুলো হলো অফিশিয়াল মোবাইল। এই ধরনের মোবাইল হলো বৈধ মোবাইল।
আনঅফিসিয়াল মোবাইল কি
বাইরের দেশ থেকে যেসব মোবাইল আমাদের দেশে আনার সময় সরকারকে ট্যাক্স বা কর না দিয়ে ব্যবসা করে সেগুলো হলো অফিশিয়াল মোবাইল। এই ধরনের মোবাইল হলো অবৈধ মোবাইল।
আনঅফিসিয়াল মোবাইল চেনার উপায়
সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের ডায়াল প্যাডে যেতে হবে। এরপর *#০৬# করতে ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি ১৫ ডিজিটের IMI কোড পাবেন।
এছাড়া আপনি আপনার মোবাইলের সেটিংসে গিয়ে IMI কোডটি দেখে নিতে পারেন। তারপর আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন KYD স্পেস ১৫ ডিজিটের IMI কোডটি।
এরপর ১৬০০২ এই নাম্বারে সেন্ড করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফিরতি মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হবে আপনার মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।
এভাবে আপনি খুব সহজেই জানতে পারবেন আপনার মোবাইলটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল।