আপনাকে কেউ যদি কোন ধরনের ভয়-ভীতি বা হুমকি দিয়ে থাকে তাহলে থানায় কিভাবে জিডি করবেন তা আজকের আলোচনায় আমরা জানাবো।
বিনা কারণে শত্রুপক্ষ বা অন্য কেউ যদি আপনাকে উৎপাত, ভয়-ভীতি ও হুমকি দিয়ে থাকে তাহলে কিভাবে আইনি ব্যবস্থা নিবেন তা জানতে হলে পোস্টটি ভালো মত পড়ুন।
হুমকি বা ভয় ভীতির জন্য যে আইন তা হলো ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারা। আদালতে যাওয়ার আগে একটি সাধারণ ডায়েরি করে রাখতে পারেন থানায়। যদি অভিযোগটি গুরুতর হয় তাহলে পুলিশ এই জিডি থেকে নন প্রসিকিউশন প্রতিবেদন আদালতে পেশ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।
১০৭ ধারা মামলা দায়ের করে দায়ী ব্যক্তিকে শাস্তি বজায় রাখার জন্য বন্ড বা মুচলেকা সম্পাদনা জন্য বাধ্য করা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এ ধরনের মামলা করতে হয়।
আপনি ১০৭ ধারা আশ্রয় নিয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মুচলেকা সম্পাদনের জন্য আদেশ নিতে পারেন আদালত থেকে। এক্ষেত্রে অবশ্যই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে করা অভিযোগটি সত্য হতে হবে।
ভবিষ্যৎ বা সামনের দিনে দায়ী ব্যক্তি কোন ধরনের উৎপাত বা ভয় ভীতি দেখাবে না। এটাকে বলা হয় মুচলেকা।
জিডি করবেন যেভাবে
কিভাবে জিডি করবেন তা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণত জিডি দরখাস্তের মত হয়ে থাকে।
জিডি লিখতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর। তারপর বিষয়ে লিখতে হবে। এরপর যে কারণে জিডি করছেন তা উল্লেখ করতে হবে। বিবরণের জায়গায় জিডির বিস্তারিত বিবরণ এবং দরকারি ঠিকানা লিখে দিতে হবে। সবশেষে একবারে নিচে আপনার নাম যোগাযোগের ঠিকানা ফোন নম্বর ইত্যাদি লিখতে হবে।
কিভাবে জিডি লিখবেন তার একটি নমুনা নিচে দেয়া হলো-
তারিখ…………….
বরাবর
ভারপ্রাপ্ত কর্মকর্তা
………………থানা, সিলেট
বিষয়: সাধারণ ডায়েরি ভুক্তির জন্য আবেদন।
জনাব,
আমি নিম্নস্বাক্ষরকারী নাম ………………..
বয়স……………
পিতা বা স্বামী……………….
ঠিকানা……………..
এই মর্মে জানাচ্ছি যে আজ/গত…………..তারিখ……………. সময়…………. বর্ণনা:
উক্ত বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরি ভুক্ত করার অনুরোধ করছি।
বিনীত
নাম……….
ঠিকানা……………
মোবাইল নম্বর…………….