বর্তমানে প্রায় আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করে থাকি। তবে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই গুগলে কিছু না কিছু সার্চ করতে হয়। গুগলের মাধ্যমে আমরা ইন্টারনেটের সকল জিনিস সার্চ করে সহজেই পেয়ে যাই।
আমরা অধিকাংশ মানুষ গুগল সম্পর্কে জানলেও এই গুগল কে আবিষ্কার করেন এবং কত সালে আবিষ্কার হয় সেই সম্পর্কে অনেকেরই ধারণা নেই।
আজকে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব
গুগল আবিষ্কার হয় ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর।
গুগল আবিষ্কার করেন সার্গেই ব্রিন (Sergey Brin) এবং ল্যারি পেজ (Larry Page)। গুগলের প্রতিষ্ঠাতা মূলত এই দুইজন।
গুগল প্রথম ইনকর্পোরেট প্রাইভেট কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।