বায়ুমণ্ডলের আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বপূর্ণ উপাদান। এর সাথে বায়ুমন্ডলের চাপও গুরুত্বপূর্ণ উপাদান। আমরা সবাই জানি পৃথিবী যে কোন বস্তুকে অভিকর্ষ বলের নিজের দিকে আকর্ষণ করে রাখে।
আর অন্যদিকে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি বায়ুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে রাখ। আর এজন্য বায়ুর ওজন আছে। যেহেতু এর ওজন আছে সুতরাং বায়ুচাপ আছ। আজকের আর্টিকেলে আমরা জানবো বায়ুর চাপ কাকে বলে?
কোন নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যখন, বায়ুর বিভিন্ন উপাদান বৃদ্ধি পায় তখন এর ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুতে চাপ বৃদ্ধি পায় আর একে বায়ুচাপ বলে। আবার যখন বায়ুর বিভিন্ন উপাদান কমে যায় তখন এর ঘনত্ব কমে যায় ফলে বায়ুর চাপ কমে যায়। বায়ু একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে।
বায়ুতে উপস্থিত বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে বায়ুর ওজন। উপাদান বেশি হলে ওজন বেশি আর উপাদান কম হলে ওজন কম থাকে। স্থান ভেদে বায়ুর চাপ বিভিন্ন হয়। ভূপৃষ্ঠ হতে ১ বর্গ সেন্টিমিটার পর্যন্ত বায়ুর চাপ ১ কিলোগ্রাম এর সমান হয়।
বায়ুর উষ্ণতা, বায়ুস্তরের উচ্চতা, ভূপৃষ্ঠের উচ্চতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ এই কারণগুলোর জন্য বায়ুমন্ডলের চাপের তারতম্য হয়।