ফাইবার হলো মূলত একটি মার্কেটপ্লেস। মার্কেটপ্লেস থেকে অনলাইনের মাধ্যমে কাজ করে টাকা আয় করা যায়। এখানে এক দেশ থেকে মানুষ কাজ দেয় এবং অন্য দেশের মানুষ সেই কাজগুলো করার মাধ্যমে টাকা পেয়ে থাকে।
তো আপনাকে ফাইবারে কাজ করার জন্য প্রথমে ফাইবার একাউন্ট খুলতে হবে। অনেকে আছেন যারা কিভাবে ফাইবার একাউন্ট খুলতে হয় সে সম্পর্কে ধারণা নেই।
চলুন আজকে আপনাদের শিখাব কিভাবে একটি ফাইবার একাউন্ট খোলা যায়।
কিভাবে ফাইবার একাউন্ট খুলবেন
আপনি যদি মোবাইল দিয়ে ফাইবার একাউন্ট খুলতে চান তাহলে ক্রোম ব্রাউজার (Chrome Browse) এ গিয়ে ডেস্কটপ মুড করে নেবেন তাহলে কম্পিউটার বা ল্যাপটপ এর মতো কাজ করতে পারবেন।
১। প্রথমে আপনাকে www.Fiverr.com এই ওয়েব সাইটটিতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর নিচের মত পেজ আসবে। এরপর নিচের ছবির মত Join বাটনটিতে ক্লিক করতে হবে।
২। সহজে একাউন্ট খোলার জন্য আপনার ফেসবুক, গুগল অথবা অ্যাপেল আইডি ব্যবহার করতে পারেন।
অথবা আপনি চাইলে নিচের ঘরে E-mail বসিয়ে continue-তে ক্লিক করুন।
৩। এরপরে আপনাকে উপরের ঘরে একটি ইউজার নেম বসাতে হবে। এমন ইউজারনেম লিখতে হবে যেটা কখনো কেউ লিখে নি বা ব্যবহার করেনি। অর্থাৎ, ইউজারনেম ইউনিক হতে হবে।
নিচের ঘরে আপনাকে ৮ অক্ষরের পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই ছোট অক্ষর-বড় অক্ষর এবং নাম্বারের সংমিশ্রণে লিখতে হবে।
পাসওয়ার্ড এবং ইউজার নেম লেখা শেষ হলে Join বাটনে ক্লিক করুন।
৪। এরপর আপনার জিমেইল চেক করুন সেখানে একটি এরকম মেসেজ দেখতে পারবেন যেখানে লিখা আছে Active Your Account. সেখানে ক্লিক করে আপনার একাউন্টটি অ্যাক্টিভ করুন।
এরপর নিচের মত একটি পেইজ আসবে যেখানে একটি মেসেজ লেখা থাকবে যে আপনার একাউন্ট একটিভ হয়েছে।
ব্যাস এখন আপনি একজন Fiverr পরিবারের সদস্য হয়ে গেলেন। এখন আপনি চাইলে ফাইবারের যেকোনো কিছু ব্যবহার করতে পারবেন এবং যেকোনো কাজ করতে পারবেন।
তবে চেষ্টা করবেন সবসময় ফাইবার একাউন্ট খোলার সময় সঠিক তথ্য দেওয়ার। কারণ প্রথম অবস্থায় কিছু না হলেও পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে তথ্য সঠিক না বলে গন্য হলে একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।