বর্তমানের যতই দিন যাচ্ছে তথ্যপ্রযুক্তি ততই এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি একের পর এক নতুন আবিষ্কার এনে চমকে দিচ্ছে বিশ্বকে। বর্তমানের নতুন আবিষ্কার নিয়ে এসেছে ই-সিম কার্ড।
ই-সিম কার্ড হচ্ছে এমন এক ধরনের সিম যা সাধারণ সিম কার্ডের মত রিমুভ করা যায় না বা এক ফোন থেকে অন্য ফোনে প্রবেশ করানো যায় না। যাকে বলা হয় ফোনে ইন্সটল করা ভার্চুয়াল সিম। এটা সরাসরি ফোন কেনার সময় সেই ফোনের সাথে যুক্ত থাকে।
ই সিম কার্ড পরিবর্তন করা ছাড়া বা নতুন সিম কার্ড সংযুক্ত করা ছাড়া যেকোনো সময় অপারেটর পরিবর্তন করা যাবে। মানে হল আপনি যদি কোন সিম কোম্পানি পরিবর্তন করেন তাহলে আপনাকে সিম কার্ড পরিবর্তন করতে হবে না। এক সিম খুলে অন্য সিম লাগানোর মত ঝামেলা নেই।
এই মধ্যে আইফোন ই-সিমের সেবা দেওয়া শুরু করে দিয়েছে। যা পরবর্তীতে স্যামসাং,গুগল ও মটোরোলা ডিভাইস গুলোর মধ্যেও দেখা যাবে।
বর্তমানে বাংলাদেশে চালু হতে যাচ্ছে গ্রামীন ফোনের ই-সিম। প্রিপেইড,পোস্টপেইড ও মাইগ্রেশন (প্রিপেইড এবং পোস্টপেইড) তিন ভাবে পাওয়া যাবে। ধারণা করা যাচ্ছে বিশ্বজুড়ে ই-সিম এর ব্যবহার ২০২৫ সালের মধ্যে বেড়ে হবে ৩.৪ বিলিয়ান।