বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্যপ্রযুক্তির যুগে কম্পিউটার ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না। বর্তমানের যেকোন স্থানে আমরা কম্পিউটারের ব্যবহার দেখতে পাই। বিশেষ করে কোন ব্যবসা প্রতিষ্ঠান, অফিস- আদালত, শিক্ষাঙ্গন ইত্যাদি সকল পর্যায়ে কম্পিউটারের ব্যবহার ব্যাপক।
তাছাড়াও সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজের জন্য সচরাচর কম্পিউটারের ব্যবহার করে চলেছে। আমাদের যাদের কাছে কম্পিউটার নেই আমরা হয়তো কোন এক সময় কম্পিউটার কিনব।
কিন্তু কম্পিউটার কেনার আগে আমাদের অবশ্যই কিছু দিক লক্ষ করতে হয় এবং কিছু দিক জানতে হয়। চলুন আজকে আমরা কম্পিউটার কেনার আগে যা জানা প্রয়োজন এই নিয়ে আলোচনা করা যাক।
দোকান সম্পর্কে ধারনা
আমরা যেখান থেকে কিনব সেই দোকান ক্রেতাদের কীরূপ গ্রাহক সেবা দেয় এই ক্ষেত্রে আমাদের জানা অবশ্যই প্রয়োজন। এক্ষেত্রে অবশ্যই পরিচিতরা সাহায্য করতে পারে।
হার্ডডিস্ক সম্পর্কে ধারনা
কম্পিউটারের একটি অন্যতম জরুরী পার্টস হচ্ছে হার্ডডিস্ক। কারণ এর মধ্যে কম্পিউটারের যাবতীয় সকল তথ্য জমা রাখা হয়। আপনার হার্ডডিস্কটি যত ভালো হবে ততো আপনার জন্য মঙ্গল হবে।
কারণ এর ফলে আপনার কম্পিউটারে কোন তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনার হার্ডডিস্কে যত বেশি জায়গা থাকবে আপনি তথ্য তথ্য সংগ্রহ করতে পারবেন। বর্তমান সময়ে ১৬০ জিবি থেকে ৩ টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক পাওয়া যায়।
আপনার হার্ডডিস্কের আরপিএম যত বেশি হবে আপনার কম্পিউটারের ডাটা ট্রান্সফার ক্ষমতা ততই বেশি হবে। আপনি চেষ্টা করবেন আপনার বাজেটের মধ্যে সেরা হার্ডডিক্স টাই কিনতে। অনেক সময় বাজারে খোলা হার্ড ডিস্ক পাওয়া যায় এগুলো থেকে দূরে থাকবেন।
প্রসেসর সম্পর্কে ধারণা
প্রসেসর কে কম্পিউটারের জীবন বলা যায়। কারণ প্রসেসর হচ্ছে পিসির পারফরমেন্সের সবথেকে মূল্যবান উপাদান। প্রসেসরকে মূলত সিপিইউ (CPU) (Central Processing Unit) বলা হয়ে থাকে।
তাই বুঝতেই পারছেন আপনাকে প্রসেসর কিনার ক্ষেত্রে কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে। বর্তমানে প্রসেসর নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো Intel এবং AMD। বর্তমানে দুটি ভালো তবে টেকনোলজির এবং জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে রয়েছে Intel.
আপনাকে আপনার বাজেটের মধ্যে সেরা প্রসেসর টা কিনতে হবে ভালো পারফর্মেন্স এর জন্য। তবে এক্ষেত্রে Clock speed, core & Thread যত বেশি হবে আপনি আপনার কম্পিউটার থেকে তত ভালো পারফর্মেন্স পাবেন।
এক্ষেত্রে আপনি যে দোকান থেকে কম্পিউটার কিনবেন সেখান থেকে আপনি আপনার বাজেটের মধ্যে একটা ভালো আইডিয়া নিতে পারবেন। তারা আপনাকে সহায়তা করতে কোন প্রসেসরটি আপনার জন্য বেস্ট হবে।
মাদারবোর্ড সম্পর্কে ধারণা
কম্পিউটারের আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদারবোর্ড। প্রসেসর এর যন্ত্রাংশের উপর ভিত্তি করে মাদারবোর্ড তৈরি করা। তবে আপনাকে অবশ্যই একটি কোয়ালিটি যুক্ত মাদারবোর্ড সিলেক্ট করতে হবে।
মাদারবোর্ড কেনার আগে অবশ্যই সেখানে কয়টি গ্রাফিক্স কার্ডের স্লট, র্যাম স্লট, ইউএসবি পোর্ট আছে সেগুলো যাচাই করে কিনতে হবে। নয়তো পরে আপনাকে মাদারবোর্ডের জন্য আফসোস করতে হবে
গ্রাফিক্স কার্ড সম্পর্কে ধারণা
গ্রাফিক্স কার্ড বিশেষ করে গেমারদের জন্য ও এডিটরদের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। কারণ তারা জানে তাদের জন্য এটি কত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাজারে অনেক ধরনের গ্রাফিক্স কার্ড পাওয়া যায় তবে গ্রাফিক্স কার্ডে র্যাম বেশি হলে এর কাছ থেকে ভালো ফলাফল পাওয়া যাবে।
তাছাড়া গ্রাফিক্স কার্ডের ক্লক স্পীড রেট, মেমোরি বাস স্পীড ইত্যাদি বিভিন্ন জিনিসের জন্য গ্রাফিক্স কার্ডের ক্ষমতা কম বেশি হয়। তাই কম্পিউটার কিনতে গিয়ে গ্রাফিক্স কার্ড কেনার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন একটি ভালো মানের গ্রাফিক্স কার্ড কেনা হয় তাহলে সেখান থেকে ভালো পারফর্মেন্স আশা করা যায়।
RAM সম্পর্কে ধারনা
RAM কম্পিউটারের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ এদের কাজ হলো মূলত আপনার পিসিতে যত চলমান কাজ রয়েছে সেগুলো কে দ্রুতগতি সম্পন্ন করে তোলা। তাই বর্তমানে কম্পিউটারে যত বেশি RAM লাগাবেন কম্পিউটার ততো তাড়াতাড়ি কাজগুলো সম্পন্ন করতে পারবে। বর্তমান সময়ে ৪ বা ৮ গিগাবাইট RAM হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন।
আপনার তবে আপনি যদি গেমার হন বা গ্রাফিক্সের কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের বেশি RAM লাগাতে হবে। RAM কেনার আগে অবশ্যই মাদারবোর্ডের DDR এর সাথে মিল রেখে কেনা হচ্ছে কিনা সেটা লক্ষ্য করবেন।
পাওয়ার সাপ্লাই সম্পর্কে ধারনা
সকল যন্ত্রের মত পাওয়ার সাপ্লাই কম্পিউটার চালনায় অনেক বড় ভূমিকা পালন করে। কারণ আপনার পাওয়ার সাপ্লাই ভালো না হলে যেকোনো সময় শর্ট সার্কিটের কারণে আপনার পিসি যে কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
তাই আপনার উচিত কিছু টাকা খরচ করে হলেও ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ক্রয় করা। নয়তো পরবর্তীতে পাওয়ার সাপ্লাইয়ের কারণে কম্পিউটারের কোন যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে আফসোস করবেন।
সর্বশেষ কেসিং সম্পর্কে ধারণা
কম্পিউটারের সকল যন্ত্রাংশ সাজিয়ে রাখার জন্য যে বক্সটি ব্যবহার করা হয় সেটি হলো মূলত কম্পিউটার কেসিং। তবে কেসিং কেনার সময় আপনাকে মাথায় রাখতে হবে এটি দিয়ে যেন বাতাস যাতায়াতের সুব্যবস্থা থাকে। কারণ অনেক সময় কম্পিউটারে কাজের লোড বেশি পড়ার কারণে প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যায়। তখন বাতাস আসা-যাওয়ার সুব্যবস্থা থাকলে গরম বাতাস বের হয়ে যাবে এবং ঠাণ্ডা বাতাস প্রবেশ করতে পারবে।
সুতরাং বলা যায় সকল দিক মাথায় রেখে আপনার কম্পিউটার কেনা প্রয়োজন। তাহলে আপনি কম্পিউটার থেকে একটি ভালো পারফর্মেন্স আশা করতে পারবেন। নয়তো আপনার কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যাবে। তাই আপনার কম্পিউটার কেনার আগে অবশ্যই কম্পিউটার পার্টসের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।