বর্তমানে আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা ক্যামেরা দিয়ে ছবি তুলতে ভালোবাসেন। তারা তাদের আশেপাশের থাকা বিষয় গুলো ছবি তুলে অনেক আনন্দ পায়।
তাই ছবি তুলে সেই ছবি বিক্রি করা টি হতে পারে আপনার জন্য একটি প্যাশন (Passion)। আর এই প্যাশন কে বানিয়ে নিতে পারেন আপনার একটি লাভজনক আয়ের উৎস।
হ্যাঁ আপনাকেই বলছি, আপনি বর্তমানে অনলাইন হোক বা অফলাইন হোক ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন।
তবে এক্ষেত্রে একটি ভাল বিষয় হলো যে, এর জন্য আপনাকে কোন বিশেষ ধরনের অভিজ্ঞতা দক্ষতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না। তবে যেহেতু আপনি ছবি বিক্রি করবেন তাই আপনাকে ক্যামেরা এবং ফটোগ্রাফি নিয়ে ধারণা থাকতে হবে, যদি কি না ভালো মানের ছবি তুলে যদি বিক্রি করতে চান।
তাই আপনি যদি ভালো কোয়ালিটি এবং অসাধারণ ছবি তুলতে পারেন, যেখানে ভালো Lighting, Color এবং Natural moments এর সংমিশ্রণে থাকবে, তাহলে আপনি ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন।
আপনি অনলাইনে দুইভাবে ছবি বিক্রি করতে পারবেন
১। নিজের ওয়েবসাইট বানিয়ে সেখানে তোলা ছবিগুলো আপলোড করে বিক্রি করা।
২। অনলাইনে অনেক মাইক্রোস্টক ইমেজ ওয়েব সাইট আছে যেখানে ছবি আপলোড করে বিক্রি করা।
অনলাইনে মাইক্রোস্টক ইমেজ ওয়েবসাইটের মাধ্যমে ছবি বিক্রি করে আয়
বর্তমানে অনলাইনে ছবি বিক্রি করার অনেক মাধ্যম থাকলেও এই মাধ্যমটি খুবই সুবিধাজনক এবং জনপ্রিয় এর কারণ হলো
আপনাকে শুধুমাত্র একটি একাউন্ট খুলে সেই সাইটে ছবিগুলো তুলে এবং তা ভালোভাবে এডিট করে আপলোড করতে হবে। ব্যাস ছবি আপলোড করে দিলেই আপনার এখানে কাজ শেষ।
ভালো ভালো ছবিগুলো বিজ্ঞাপন করা এবং সে ওয়েবসাইটে ট্রাফিক এনে ছবি বিক্রি করা তাদের কাজ। তাই এখানে আপনাকে কোন মাথা ঘামাতে হবে না। আপনাকে শুধু চেষ্টা করতে হবে সুন্দর সুন্দর ছবি আপলোড করো।
যখন সেখান থেকে আপনার ছবি কেউ ক্রয় করবে, সেই ক্রয় কৃত ছবি থেকে আপনি কমিশনের টাকা পাবেন। আপনার ছবি যত মানুষ যতবার ক্রয় করবে আপনি ততোবারই কমিশনের টাকা পাবেন।
তবে এ ক্ষেত্রে বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটগুলি খুব কম পার্সেন্টেজ কমিশন হিসেবে আপনাকে দেয়। প্রতিটা মাইক্রোস্টক ওয়েবসাইটের কমিশন আলাদা আলাদা হয়। আপনার ছবি বিক্রি হলে তারা যত টাকা পায় সেখান থেকে তারা ৬০-৭০% নিয়ে আপনাদের ৩০-৪০% টাকা দিয়ে থাকে।
আপনার ছবি বিক্রি করার জন্য নিচে কিছু জনপ্রিয় মাইক্রোস্টক ওয়েবসাইটের নাম দেওয়া হল।
১। Shutterstock.com
২। Bigstockphoto.com
৩। Adobestock.com
৪। Alamy.com
৫। Fotolia.com
৬। Istockphoto.com
ইত্যাদি সাইট গুলোর অনেক জনপ্রিয়। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট তৈরি করে সেই একাউন্টে আপনার তোলাকৃত ছবিগুলো আপলোড করতে পারেন এবং সেই ছবিগুলো বিক্রি হলে আপনি সেখান থেকে কমিশন পাবেন।
নিজের ওয়েবসাইট থেকে আয়
নিজে ওয়েবসাইটের জন্য আপনাকে নিজেকে কাজ করতে হবে কারণ এর জন্য আপনাকে ডোমেইন, হোস্টিং, পেমেন্ট গেটওয়ে ইত্যাদি সকল কিছু আপনাকেই তৈরি করতে হবে। তাছাড়া আপনার ওয়েবসাইটকে মানুষের ব্যবহারউপযোগী সুন্দর করে সাজাতে হবে।
এখানে সবচাইতে বড় সুবিধা হচ্ছে আপনার ছবিগুলোর যত টাকায় বিক্রি হবে আপনি তার পুরো টাকাটাই পাবেন।
তবে এখানে আপনি শুধু ছবি তুলে এবং এডিট করে আপলোড করলেই হবে না। আপনার ছবি বিক্রির জন্য প্রচারণা, ছবি বিক্রি ব্যবস্থা সব আপনাকেই করতে হবে। এক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে অনেকটা। তবে আপনার যদি বেশি বিক্রি হবে তখনই যখনই আপনার সাইটে বেশি ভিজিটর বা দর্শক আসবে।
আর এসকল বিষয় যদি আপনার ভাল ধারনা বা জ্ঞান না থাকে তাহলে আপনি মাইক্রোস্টক ওয়েবসাইটে কাজ করে শুরু করতে পারবেন না। কারন তারপরে এসকল বিষয় আপনি সবকিছু ভালো করে হ্যান্ডেল করতে পারবেন না।
পরিস্থিতি ও প্রয়োজনের উপর আপনার অনেক সিদ্ধান্তই নির্ভর করবে।