কিছুদিন আগে ভাড়াটিয়া তথ্য ফরম বা নিবন্ধন ফরম কার্যক্রম শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সর্বপ্রথম রমনা থানা থেকে সফটওয়্যার ভিত্তিক উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
উদ্ভোধনের পর থেকে বর্তমানে প্রায় ২১ লক্ষাধিক পরিবারের নিবন্ধন ডাটাবেজ সংরক্ষণ করা হয়েছে। যার সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখের উপরে। এর মূল লক্ষ্য ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। আর ঢাকা নগরীতে বসবাসরত সকল নাগরিকের এই নিবন্ধন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সাহায্য করা নৈতিক দায়িত্ব।
ভাড়াটিয়ার তথ্য ফরম টি নিচে দেওয়া হলঃ
এই লিংকে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নিন – ভাড়াটিয়ার তথ্য ফরম
উক্ত ফরমটি যথাযথভাবে পূরণ করার পর আপনার নিকটে অবস্থিত থানায় জমা দিতে হবে।
তবে জমা দেওয়ার পূর্বে ফটোকপি নিজের কাছে রেখে দেবেন। বিভিন্ন অপরাধী শনাক্তকরণে মূলত এই সকল কাজগুলো করা হয়ে তাকে।
কারণ অনেক অপরাধী বা জঙ্গি আপনার বাসায় আশ্রয় নিয়ে বা ভাড়া নিয়ে থাকতে পারে। তাই আপনাকে অবশ্যই সকল নিয়ম মেনে ফরম পূরণ করে আপনার নৈতিক দায়িত্ব পালন করুন।