আপনি যদি কোন জিনিস মনোযোগ দিয়ে শিখেন তাহলে সেটা শিখতে বেশি দিন সময় লাগেনা। তেমনি স্বাভাবিকভাবে এসইও শিখতে খুব বেশি সময় লাগে না।
আশা করি আপনি যদি একমাস সময় দিয়ে মনোযোগ সহকারে এসইও শিখেন, তাহলে এসইও অনেকটা শিখে যাবেন। তবে মাথায় রাখতে হবে শিক্ষার কোন শেষ নেই, আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন, যত বেশি রিসার্চ করবেন ততোই শিখতে পারবেন।
আপনি এক মাসের মধ্যে এসইও এর অনেকটাই শিখে যাবেন কিন্তু এর কিছু সিক্রেট, টিপস-এন্ড-ট্রিকস জানতে এবং পেতে অনেকটা সময় লেগে যাবে। কারণ এগুলো আপনারা কেউ বলবে না এগুলো নিজেকে খুঁজে বের করে নিতে হবে।
সত্যি বলতে আপনাকে এসইও সম্পর্কে গভীর জ্ঞান আহরণ করতে হবে। কারণ বিভিন্ন সময়ের বিভিন্ন আপডেট এসে থাকে। তাই আপনাকে বুঝতে হবে এসইও ইন্ডাস্ট্রিটা কিভাবে চলছে, কখন এর আপডেট আসছে, কি ধরনের আপডেট আসছে এ বিষয়গুলো সব সময় আপনাকে নজরদারিতে রাখতে হবে। কারণ তারা বিভিন্ন বিষয়ের উপর গোপন ভাবে ওয়েবসাইট র্যাংক দিচ্ছে।
গুগলের ২০০ টিরও বেশি রেংকিং ফ্যাক্টর রয়েছে। তবে রেংকিং ফ্যাক্টর লিস্ট কারো কাছে শেয়ার করছে না। আপনি ফ্রি ইন্টারনেট ঘাটাঘাটি করলে উপকূলের রেংকিং ফ্যাক্টর সম্পর্কে সঠিক তথ্য পাবে না। যদি কেউ কিছুটা জেনে থাকে তাহলে কখনো সে শেয়ার করবে না। কারণ সকলে যদি গুগলের রেংকিং ফ্যাক্টর সম্পর্কে জেনে যায় তাহলে তারা এটি পরিবর্তন করে ফেলবে।
টাইটেল কিভাবে এসইও শিখতে আপনার কতদিন লাগতে পারে এ সম্পর্কে কখনো বলা যাবে না। তবে এক মাসে আপনি অনেকটা আয়ত্ত করতে পারবেন এতোটুকু বলা সম্ভব।
আপনাকে এসইও সম্পর্কে জানার পর নিজেই খুঁজে বের করতে হবে এর সবচাইতে কার্যকর ভূমিকা। আপনি যদি এসইও শিখতে চান তাহলে দীর্ঘ মেয়াদী সময় নিয়ে এদিকে পা বাড়ান।